Elephant Attack: রাত্রিবেলা কানে এসেছিল অদ্ভুত শব্দ, ছুটে এসে দেখতেই এলাকাবাসী শিউরে উঠলেন

Jalpaiguri: জলপাইগুড়ির মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তির লামাপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম পান্ডা ওঁরাও(৪৫)।

Elephant Attack: রাত্রিবেলা কানে এসেছিল অদ্ভুত শব্দ, ছুটে এসে দেখতেই এলাকাবাসী শিউরে উঠলেন
হাতির হানায় মৃত্যু (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 12:52 PM

মঙ্গলবাড়ি (জলপাইগুড়ি): রাতের অন্ধকারে ভয়ঙ্কর চিৎকার। এলাকাবাসী ছুটে বেরিয়ে দেখেন যা ঘটার ততক্ষণে ঘটে গিয়েছে। হাচির হামলায় ততক্ষণে প্রাণ চলে গিয়েছে একজনের। আর তার জেরে বনকর্মীদের আটকে রেখে চলল লাগাতার বিক্ষোভ।

জলপাইগুড়ির মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তির লামাপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম পান্ডা ওঁরাও(৪৫)। স্থানীয় সূত্রে খবর, তাঁর বাড়ি ইনডং ফরেস্ট বস্তি এলাকায়। গোটা ঘটনায় ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, এ দিন ওই ব্যক্তি দোকান থেকে সামগ্রী কিনে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকা সামনে চলে আসে যেন যমদূত। দোকান যাওয়ার পথে রাস্তায় একটি বুনো হাতি ওনাকে ধরে ফেলে। এরপর শুঁড় দিয়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই ব্যক্তির মৃত হয়।

এরপর স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ওখান থেকে পালিয়ে যায়। সেই খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। এলাকায় আসে মেটেলি থানার পুলিশ। পরে আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। বনকর্মীরা আসলে জনগণ তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থল পরিদর্শনে আসেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা সপ্না ওঁরাও।

তিনি বলেন, “শুনেছি ওই ব্যক্তি দোকান থেকে সামগ্রী নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় একটি হাতি ওনাকে আচমকা ধরে পিষে দেয়।” শুনেছি এলাকায় মাঝেমধ্যেই পাশের পানঝোরা জঙ্গল থেকে হাতি আসে। বার বার বনদফতরকে বলা সত্বেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। অবশেষে মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়মে ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেওয়া হয়।

গতকাল রাত্রিবেলাই পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর।