Jalpaiguri Accident: গোটা শরীরটা যন্ত্রাংশের টুকরো মাঝে, বেরিয়ে মুখটাই! ২ ঘণ্টা ওই অবস্থাতেই আটকে রইলেন চালক..ভয়ঙ্কর দৃশ্য

Jalpaiguri Accident: স্টিয়ারিং ও গাড়ির ভেঙে পড়া যন্ত্রাংশের মাঝে আটকে যায় গোটা শরীর। শুধু মুখখানা বেরিয়েছিল।

Jalpaiguri Accident: গোটা শরীরটা যন্ত্রাংশের টুকরো মাঝে, বেরিয়ে মুখটাই! ২ ঘণ্টা ওই অবস্থাতেই আটকে রইলেন চালক..ভয়ঙ্কর দৃশ্য
গাড়ির ভিতর আটকে চালক
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 10:30 AM

জলপাইগুড়ি: ভীষণ রকমের একটা আর্তচিৎকার শোনা যাচ্ছিল। সঙ্গে গোঙানি। এলাকার বাসিন্দারা শুনছিলেন, সাহায্যের চেষ্টাও করেছিলেন, কিন্তু পারেননি। দৃশ্যটা এমন, একটি লরি সেতু থেকে নীচে পড়ে গিয়েছে। আর লরির ভিতর আটকে রয়েছেন চালক। কিন্তু শরীরটা এমনটা পেঁচিয়ে, যে কোনওভাবেই বের হতে পারছিলেন না তিনি। কিন্তু তখনই শরীরে শ্বাস ছিল। ওই পরিস্থিতিতেও ‘বাঁচাও’ শব্দটা যতটা পরিমাণে জোরে বলা সম্ভব, বলেছিলেন। কানে পৌঁছেছিল স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘক্ষণ দুর্ঘটনাগ্রস্ত লরির ভেতরে আটকে থাকার পরও প্রাণে বেঁতে ফিরলেন ওই চালক। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির এশিয়ান হাইওয়ের ৪৮ নম্বর সড়কের ঝুমুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি লরি শিলিগুড়ির দিক থেকে অসমের তেজপুরের দিকে যাচ্ছিল। জানা যাচ্ছে, ঝুমুর সেতুর কাছে অন্যদিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। একেবারে সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায়।

লরির একেবারে ভেঙে দুমড়ে মুছড়ে যায়। ভিতরেই আটকে পড়েন চালক। স্টিয়ারিং ও গাড়ির ভেঙে পড়া যন্ত্রাংশের মাঝে আটকে যায় গোটা শরীর। শুধু মুখখানা বেরিয়েছিল। বাকি শরীরটা গোটাটাই আটকে যায়।

দীর্ঘক্ষণ লরির ভেতরে আটকে চালক। বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করছিলেন। আর্তনাদও করছিলেন। কিন্তু ওতটা নীচ থেকে আওয়াজ পেতে কিছুটা হলেও দেরি হয় স্থানীয় বাসিন্দাদের। পরে এলাকাবাসীরা শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখেন এই ব্যাপার। গাড়ির ভিতরে আটকে থাকা চালককে কোনওক্রমে দেখতে পান। কিন্তু তিনি যেভাবে আটকে গিয়েছিলেন, তাঁকে এমনিতে টেনে বার করা সম্ভব ছিল না। পরে দমকল কর্মী এবং পুলিশের সহযোগিতায় গাড়ি কেটে উদ্ধার করা হয় চালককে।

দু’ঘণ্টার চেষ্টায় সেই গাড়ির ভিতর থেকে আটকে থাকা চালককে উদ্ধার করা হয়। আহত হয়েছেন তাঁর সঙ্গীও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।