Jalpaiguri Accident: ছোট্ট মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছিলেন, পিছন থেকে এসে লরি পিষে দিল দু’জনকেই
Jalpaiguri Accident: নিউ জলপাইগুড়ি থানার রেল হাসপাতালের সামনে পিছন থেকে একটি দ্রুত গতিতে আসা লরি সাইকেলে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়েন মা। পিছন থেকে অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ে ছোট্ট মেয়েটা। থেঁতলে যায় মাথা।
জলপাইগুড়ি: স্কুল ছুটির পর মেয়েকে সঙ্গে নিয়ে ফিরছিলেন মা। পিছনে থেকে দ্রুত গতিতে আসা লরি পিষে দিল দুজনকেই। মর্মান্তিক পথ দুর্ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা নিউ জলপাইগুড়িতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিমলা রায় ও বছর চারেকের শিশুটির নাম সরস্বতী রায়। অম্বিকাপুরে তাদের বাড়ি। ছোট্ট সরস্বতী পড়ত সারদা স্কুলে। বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর বছর চারেকের মেয়েকে সাইকেলে চাপিয়ে বাড়ি ফিরছিলেন মা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নিউ জলপাইগুড়ি থানার রেল হাসপাতালের সামনে পিছন থেকে একটি দ্রুত গতিতে আসা লরি সাইকেলে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়েন মা। পিছন থেকে অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ে ছোট্ট মেয়েটা। থেঁতলে যায় মাথা। ঘাতক লরিটি তাদের পিষে দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারাই দৌড়ে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মা মেয়েকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা তৈরি হয় নিউ জলপাইগুড়ি থানা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল বাহিনী নিয়ে পৌঁছে যান এডিসিপি শুভেন্দ্র কুমার। এরপর স্থানীয় বাসিন্দারা থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে অবশ্য স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকের খোঁজ পায় পুলিশ। চালককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।