Jalpaiguri: গাড়িতে চলত পাচার, মাদক ব্যবসার গ্রেফতার দুই সরকারি কর্মী

Jalpaiguri: নিষিদ্ধ কাফ সিরাপ ও মাদক ইঞ্জেকশনগুলি ট্রাকের ভিতর থেকে উদ্ধার করা হয়। এর পরেই পুলিশ সনম গুরুং এবং প্রদীপ প্রধানকে এনডিপিএস আইনে মামলা দায়ের করে গ্রেফতার করে।

Jalpaiguri: গাড়িতে চলত পাচার, মাদক ব্যবসার গ্রেফতার দুই সরকারি কর্মী
জলপাইগুড়িতে গ্রেফতার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 12:34 PM

জলপাইগুড়ি: মাদক চোরাচালান ব্যবসায় গ্রেফতার সিকিম সরকারের দুই কর্মী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ সিকিম সরকারের একটি গাড়ি তল্লাশি করে বাজেয়াপ্ত করে কাফ সিরাপ ও মাদক। ঘটনায় চোরাচালান ব্যবসায় যুক্ত সিকিম সরকারের দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়। ধৃত দের নাম সনম গুরুং এবং প্রদীপ প্রধান। তাঁরা দু’জনেই সিকিম সরকারের সরকারি যানবাহনের চালক। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সনম ও প্রদীপ দুজনেই কার্গো ট্রাকে সিকিম সরকারের লোগো লাগিয়ে মাদক পাচার করছিল। ওই ট্রাকের ভেতর থেকে নেশাজাতীয় ইঞ্জেকশন ও নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। সিকিম সরকারের কর্মী হয়ে সিকিম সরকারের গাড়িতেই দু’জনেই দীর্ঘ দিন ধরে এই মাদক চোরাচালান ব্যবসা চালাচ্ছিল বলেই প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।

বৃহস্পতিবার রাতে দু’জনেই নিষিদ্ধ কাশির সিরাপ ও নেশাজাতীয় ইঞ্জেকশন নিয়ে সিকিম যাচ্ছিল। কিন্তু ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে এই মাদক কারবারিদের পাকড়াও করে।

ভক্তিনগর থানার সেবক রোডের চেকপোস্টের কাছে সিকিম সরকারের সিকিম নম্বর ওই গাড়িটিকে থামিয়ে তল্লাশি করা হয়। সেই সময় কার্টুনে সিল করা নিষিদ্ধ কাফ সিরাপ ও মাদক ইঞ্জেকশনগুলি ট্রাকের ভিতর থেকে উদ্ধার করা হয়। এর পরেই পুলিশ সনম গুরুং এবং প্রদীপ প্রধানকে এনডিপিএস আইনে মামলা দায়ের করে গ্রেফতার করে। ধৃত দুই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।