Jalpaiguri Bear Panic: রায়ডাক নদীর ধারে উদ্ধার ভালুক শাবক! চাঞ্চল্য
Jalpaiguri Bear Panic: জলপাইগুড়ি শহরে ভালুকের দেখা না মিললেও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভালুক এখন বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আলিপুরদুয়ার: ফের ভালুক উদ্ধার বক্সার জঙ্গলে।বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ কুমারগ্রাম ব্লকের রায়ডাক নদীর পাড় থেকে একটি ভালুক শাবক উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। পরে তাকে বৃহস্পতিবার সকালে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক হরিশ জানান, ভালুকটির বয়স ২ বছর। বুধবার সন্ধ্যা নাগাদ কুমারগ্রামের রায়ডাক নদীর চর থেকে এটিকে খাঁচাবন্দি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর এদিন সকালে ভাল্লুক শাবক টিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
জলপাইগুড়ির বানারহাট থানার অন্তর্গত উত্তর শালবাড়ি এলাকা থেকে একটি ভালুক ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সেটি হল হিমালয়ান ব্ল্যাক বিয়ার।বিগত কয়েকদিন ধরে ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে ভালুক উদ্ধার হওয়ার খবর সামনে এসেছে। এমনকি জলপাইগুড়ি শহরেও ভালুক দেখা গিয়েছে বলে খবর পাওয়া যায়। তবে জলপাইগুড়ি শহরে ভালুকের দেখা না মিললেও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভালুক এখন বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
দিন দুয়েক আগে ধূপগুড়ি ব্লকের গদেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভালুক দেখা গিয়েছিল বলে দাবি করেন ওই এলাকার বাসিন্দারা। রবিবার যে এলাকায় থেকে ভালুক উদ্ধার হল সেটা গদেয়ারকুঠি থেকে খুব একটা দূরে নয়। তাই মনে করা হচ্ছে, দু দিন আগেই ভালুকটিকে দেখা গিয়েছিল, এ দিন উদ্ধার করা হল।
এ দিকে ভালুক উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই প্রচুর গ্রামবাসী সেখানে ভিড় জমান ভালুক দেখতে। যার জেরে ভালুকটিকে বাগে আনতে বন দফতরকে বেগ পেতে হয়। ঘটনাস্থলে ডাকা হয় বানারহাট থানার পুলিশ বাহিনীকে। ঘন্টাখানেক প্রচেষ্টার পর ঘুম পাড়ানি গুলি করে কাবু করতে সক্ষম হয় বন দফতর।
আরও পড়ুন: এক সপ্তাহের মধ্যেই বাংলায় তৃতীয় ঢেউ, দৈনিক সংক্রমণ ৩০-৩৫ হাজার! বিস্ফোরক তথ্য রাজ্যের কাছে
আরও পড়ুন: হাইকোর্টে ভুল স্বীকার AG-র! হাওড়া-পুরভোট মামলায় নতুন বছরে পরবর্তী শুনানি