Jalpaiguri: ভাইঝিকে ডাকতে গিয়েছিলেন, বন্ধ ঘরে তাঁর অবস্থায় মাথায় হাত পিসির
Jalpaiguri News: ময়নাগুড়ি বার্নিস গ্রাম পঞ্চায়েতের উল্লা ডাবরি গ্রামের ঘটনা। সেখানেই একাদশ শ্রেণির এক ছাত্রীরে আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছে। মৃতের নাম বর্ষা বারুই (১৯)। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ বর্ষার পিসি তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ময়নাগুড়ি: সন্ধ্যা দেওয়ার জন্য ডাকতে গিয়েছিলেন ভাইঝিকে। কিন্তু এইভাবে মেয়েটাকে দেখতে হবে ভাবতেও পারেননি কেউ। ঘরে ঢুকে দেখেন মেয়েটির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি ময়নাগুড়িতে।
ময়নাগুড়ি বার্নিস গ্রাম পঞ্চায়েতের উল্লা ডাবরি গ্রামের ঘটনা। সেখানেই একাদশ শ্রেণির এক ছাত্রীরে আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছে। মৃতের নাম বর্ষা বারুই (১৯)। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ বর্ষার পিসি তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপরই ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় ঝুলন্ত দেহ।পরিবার সূত্রে খবর, সোমবার সন্ধ্যা দেওয়ার জন্য ভাইঝিকে ডাকতে যান পিসি। এরপর তিনি লক্ষ করেন তাঁর ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছে ওই স্কুল ছাত্রী। পরে বাড়ির লোক তড়িঘড়ি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে ওই ছাত্রীকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
দাদা লক্ষ্যদ্বীপ বাড়ুই বলেন, “বোনের এহেন সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছি। কোনও অশান্তি বা কোনও বকাবকি কিছুই করা হয়নি। কিন্তু কী কারণে এই ধরনের ঘটনা ঘটাল তা তাদের সকলের অজানা।” এ দিকে, এই ঘটনার খবর পেয়ে দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মর্গে পাঠিয়ে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।