Jalpaiguri: সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব, থানায় অভিযোগ চিকিৎসকদের

Jalpaiguri: আতঙ্কিত চিকিৎসক থেকে নার্সিং কর্মীরা৷ বহিরাগতদের মারে আহত হয়েছেন এক হাসপাতালের কর্মী।

Jalpaiguri: সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব, থানায় অভিযোগ চিকিৎসকদের
জলপাইগুড়ি হাসপাতালে বিক্ষোভ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2022 | 8:53 AM

জলপাইগুড়ি:  জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব। মঙ্গলবার রাতের ঘটনায় আতঙ্কিত চিকিৎসক থেকে নার্সিং কর্মীরা৷ বহিরাগতদের মারে আহত এক হাসপাতালের কর্মী। হাতে গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি এক কর্মী। চিকিৎসকদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার জেরে হাসপাতালে পুলিশ ফাঁড়ি তৈরির দাবি জানিয়েছেন চিকিৎসকেরা।

চিকিৎসকদের বয়ান অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় কীটনাশক খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসে একটি রোগী। এর কিছুক্ষন পর সেই রোগীর পরিচিত কিছু বহিরাগত যুবক ওয়ার্ডে ঢুকে পড়েন। রোগীর ঠিক চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক-নার্সিং কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন। তাঁদেরকে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ।

পরিস্থিতি সামাল দিতে যান হাসপাতালের নিরাপত্তা রক্ষী ও অন্যান্য কর্মীরা। তাঁরা এগিয়ে আসতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অভিযোগ, হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ওপরেই  চড়াও হন বহিরাগত যুবকরা। শুরু হয় ধাক্কাধাক্কি। আর এতেই হাসপাতালের এক কর্মী হাতে গুরুতর চোট পান। বর্তমানে সেই কর্মী হাসপাতালে ভর্তি রয়েছে৷

এই ঘটনায় পরে হাসপাতালের কর্তব্যের চিকিৎসক ও অন্যান্য কর্মীরা আতঙ্কিত বোধ করেন৷ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে৷ পাশাপাশি কর্মীদের নিরাপত্তার জন্য হাসপাতালে একটি পুলিশ ফাঁড়ির দাবি করেছেন চিকিৎসকরা৷

এই ঘটনার পর বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ করে দেন হাসপাতালের কর্মীরা।  ফলে হাসপাতালে আসা রোগীদের অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আনতে সমস্যায় পড়েন রোগীর আত্মীয়রা। রোগীদের ভেতরে নিয়ে আসতে দেখা যায় আত্মীয়দের। পরে পুলিশ এসে তদন্ত শুরু করলে পুনরায় হাসপাতালে সমস্ত পরিষেবা স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে ৷