BJP MP Jayanta Roy: ‘৫ বছর কোথায় ছিলেন?’, সাংসদকে ‘পাড়া ছাড়া’ করলেন এলাকাবাসী
Jalpaiguri: এলাকার লোকজন জানান, শনিবার মাঝরাতে রাজগঞ্জ ব্লকে দুর্গানগর কলোনিতে আগুন লাগে। এই এলাকা শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪০ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এদিনের আগুনে সাতটি ঘর পুড়েও যায় বলে এলাকাবাসীর অভিযোগ। সর্বস্বান্ত হতে হয় পরিবারগুলিকে।
জলপাইগুড়ি: শনিবার রাতে আগুন লেগেছিল এলাকায়। রবিবার সেখানে বিদায়ী সাংসদ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকার লোকজন। তাঁদের অভিযোগ, গত পাঁচ বছরে একবার এলাকায় দেখা যায়নি সাংসদকে। এখন ভোটের মুখে পথেঘাটে নামছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়কে। পরিস্থিতি এমন হয়, পুলিশি পাহারায় সেখান থেকে বেরিয়ে যেতে হয়। কার্যত পাড়া ছাড়া করেন এলাকার লোকেরা।
এলাকার লোকজন জানান, শনিবার মাঝরাতে রাজগঞ্জ ব্লকে দুর্গানগর কলোনিতে আগুন লাগে। এই এলাকা শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪০ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এদিনের আগুনে সাতটি ঘর পুড়েও যায় বলে এলাকাবাসীর অভিযোগ। সর্বস্বান্ত হতে হয় পরিবারগুলিকে।
এই খবর পেয়ে রবিবার বিকালে ঘটনাস্থলে যান জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। তিনি এলাকায় পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। এলাকাবাসীর অভিযোগ, পাঁচ বছর আগে নির্বাচনের সময় এলাকায় দেখা গিয়েছিল বিদায়ী সাংসদকে। এরপর পাঁচ বছর ধরে এলাকায় দেখাই যায়নি তাঁকে। এলাকার সমস্যা বা উন্নয়ন কোনও কিছুতেই বিদায়ী সাংসদের কোনও ভূমিকা নেই। যদিও বিদায়ী সাংসদ জয়ন্ত রায় বলেন, “এটা কখনও হয় যে ৫ বছর ধরে আমি আসিনি? আর জল, রাস্তা এসব তো কাউন্সিলরের কাজ। আমি আমার কর্তব্য করেছি। ডিজাস্টার ম্যানেজমেন্টে কী করা যায় আমি দেখছি।” এ নিয়ে এখনও তৃণমূলের বক্তব্য পাওয়া যায়নি।