Jalpaiguri: ভাড়া বাড়িতে এসব কী! বন্ধ ঘরে যুবকদের কীর্তিকলাপ দেখে চক্ষু চড়কগাছ পুলিশের
Jalpaiguri: শনিবার রাতে এলাকার এক পঞ্চায়েত সদস্য পথ কুকুরদের খাবার দিতে রাস্তায় যান। তখনই তিনি দেখেন তাঁকে দেখে ওই বাড়ির মধ্যে কয়েকজন দৌড়ে গিয়ে দরজা আটকে দেয়। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পাড়ার অন্য লোকেদের ডাকেন।
গয়েরকাটা: বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল ব্রাউন সুগারের ব্যবসা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বানারহাটের গয়েরকাটার অজয়ঘোষ পল্লী এলাকায়। গোপন সূত্রে খবর খবর পেয়ে প্রথমে বাড়িটি ঘিরে ফেলে এলাকার বাসিন্দারা। তারপরই খবর যায় বিন্নাগুড়ি আউট পোস্টের পুলিশের কাছে। পুলিশি অভিযানেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে ব্রাউন সুগার। ঘরের ভেতরে পা রাখতেই চোখ কপালে উঠে যায় পুলিশের। দেখা যায় রীতিমত ব্রাউন সুগারের আখড়া গড়ে তোলা হয়েছিল ঘরের ভেতরে।
প্রচুর ব্রাউন সুগারের পাশাপাশি ব্রাউন সুগার মাপার যন্ত্র থেকে শুরু করে সিলভার পেপার একটি মোটর বাইক সহ বেশ কিছু টাকাও উদ্ধার হয়। তবে উদ্ধার করা ব্রাউন সুগারের পরিমাণ ও টাকা পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই বানারহাট থানার পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কীভাবে পুলিশ প্রশাসনের নাকের ডগায় এভাবে ব্রাউন সুগারের ব্যবসা চলছিল, উঠছে প্রশ্ন। কোথাও কী নজরদারির অভাব থেকে গিয়েছিল? সেই প্রশ্নও মাথাচাড়া দিচ্ছে। তবে কী জলপাইগুড়ি-ডুয়ার্স এলাকায় ফের সক্রিয় হয়েছে মাদক চক্র? এই খবর চাউর হতেই এই প্রশ্নও পাক খাচ্ছে নাগরিক মহলে।
শনিবার রাতে এলাকার এক পঞ্চায়েত সদস্য পথ কুকুরদের খাবার দিতে রাস্তায় যান। তখনই তিনি দেখেন তাঁকে দেখে ওই বাড়ির মধ্যে কয়েকজন দৌড়ে গিয়ে দরজা আটকে দেয়। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পাড়ার অন্য লোকেদের ডাকেন। তাঁরাই খবর দেন পুলিশে। এদিকে পুলিশ আসার আগেই ভাড়াটিয়ারা ছাদ টপকে চম্পট দেয়। অনুমান করা হচ্ছে সামনে যেহেতু দোল রয়েছে সে কারণেই বাজারে ছাড়ার জন্য প্রচুর পরিমাণে ব্রাউন সুগার নিয়ে আসা হয়েছিল। সূত্রের খবর, যে যুবকেরা বাড়িটি ভাড়া নিয়েছিল তাঁরা বীরপাড়ার বাসিন্দা।