Bank in Jalpaiguri: ব্যাঙ্কে ঢুকে কাউন্টারের সামনে থেকে কেপমারি! অল্প-স্বল্প টাকা নয়, জ্যাকপট নিয়ে পালাল কেপমাররা
Jalpaiguri: ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্য়েই বেশ হইচই পড়ে গিয়েছে জলপাইগুড়ির ওই বেসরকারি ব্যাঙ্ক চত্বরে। গোটা ঘটনার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে স্থানীয় থানায়। আসরে নেমেছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালেও। সোমবার দুপুরে ঠিক কী ঘটেছিল ওই বেসরকারি ব্যাঙ্কে, তা খতিয়ে দেখছেন তিনি। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ অফিসারদের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।
জলপাইগুড়ি: ব্যাঙ্কের দুয়ারে এসে কেপমারির অভিযোগ। অল্প-স্বল্প টাকা নয়, একেবারে প্রায় ২৮ লাখ টাকা। একটি ব্যাগে করে সেই নগদ টাকা আনা হয়েছিল ব্যাঙ্কে। আর সবার নজর এড়িয়ে ওঁৎ পেতে বসে ছিল দুই যুবক। টাকা জমার কাউন্টারের সামনে থেকেই ব্যাগ ভর্তি ২৮ লাখ টাকা তুলে চম্পট দেয় দুই কেপমার। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের এক বেসরকারি ব্যাঙ্কে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্য়েই বেশ হইচই পড়ে গিয়েছে জলপাইগুড়ির ওই বেসরকারি ব্যাঙ্ক চত্বরে। গোটা ঘটনার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে স্থানীয় থানায়। আসরে নেমেছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালেও। সোমবার দুপুরে ঠিক কী ঘটেছিল ওই বেসরকারি ব্যাঙ্কে, তা খতিয়ে দেখছেন তিনি। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ অফিসারদের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এদিন বিকেলে বিভিন্ন ব্রাঞ্চ থেকে একটি ব্যাগে করে প্রায় ২৮ লাখ টাকা বেসরকারি ব্যাঙ্কের ওই শাখায় নিয়ে আসেন দুই কর্মী। সেই টাকা জমা দিতে কাউন্টারে দাঁড়ান তাঁরা। আর সেই সুযোগেরই অপেক্ষায় ছিল দুই যুবক। একেবারে ঝোপ বুঝে কোপ মারে দুই কেপমার। কাউন্টারের সামনে থেকে ব্যাগ নিয়ে ওই দুই কেপমার চম্পট দেয় বলে জানা যাচ্ছে।
ঘটনার আকষ্মিকতা কাটিয়ে উঠতেই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। বেসরকারি ব্যাঙ্কে প্রায় ২৮ লাখ টাকার এই কেপমারির অভিযোগ পেতেই জলপাইগুড়ির পুলিশ সুপারও ঘটনাস্থলে পৌঁছান। গোটা ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বেসরকারি ওই ব্যাঙ্কের কর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।
পুলিশ সুপার জানাচ্ছেন, দুপুর প্রায় ১টা ৫৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছিল। থানাকে জানানো হয় বিকেল ৪টে নাগাদ। কত টাকা ছিল, সেটা তখনও আমাদের জানানো হয়নি। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ ও বাইরে ট্র্যাফিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এদিকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কেপমাররা মুখে মাস্ক পরে ব্যাঙ্কে ঢুকেছিল।