Jalpaiguri: রেল লাইনের মাঝে শুয়ে আত্মহত্যার চেষ্টা, ব্যক্তির প্রাণ বাঁচালেন লোকো পাইলট

Jalpaiguri: জানা গিয়েছে, রবিবার নিউ ময়নাগুড়ির থেকে দোমহানীর মাঝে ৪৩ নং পিলারের কাছে আত্মহত্যা করার জন্য রেল লাইনের মাঝে শুয়েছিলেন রোহিত সরকার নামে চিকন মাটির বাসিন্দা বয়স্ক এক ব্যক্তি।

Jalpaiguri: রেল লাইনের মাঝে শুয়ে আত্মহত্যার চেষ্টা, ব্যক্তির প্রাণ বাঁচালেন লোকো পাইলট
বক্তির প্রাণ বাঁচালেন লোকো পাইলট (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2023 | 5:16 PM

জলপাইগুড়ি: কাজ নেই। সেই কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ফলত নিয়ে ফেলেন সব থেকে কঠীন সিদ্ধান্ত। রেল লাইনে মাঝে শুয়ে আত্মহত্যার চেষ্টা করা এক ব্যক্তিকে প্রাণে বাঁচালেন তিস্তা তোর্ষা ট্রেনের লোকো ইন্সপেক্টর চন্দন সরকার। ঘটনায় ওই ইন্সপেক্টর কে সাধুবাদ জানিয়েছেন ডি আর এম আলিপুর দুয়ার দিলীপ কুমার সিং।

জানা গিয়েছে, রবিবার নিউ ময়নাগুড়ির থেকে দোমহানীর মাঝে ৪৩ নং পিলারের কাছে আত্মহত্যা করার জন্য রেল লাইনের মাঝে শুয়েছিলেন রোহিত সরকার নামে চিকন মাটির বাসিন্দা বয়স্ক এক ব্যক্তি। ওই সময় রেল লাইন ধরে তিস্তা তোর্সা ট্রেন কলকাতা অভিমুখে যাচ্ছিল। আচমকাই চালক ( লোকো ইন্সপেক্টর) চন্দন সরকার তাঁকে দেখতে পান। ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। এবং তার তৎপরতায় ব্যক্তিটি প্রাণে রক্ষা পান।

ভিডিওতে শোনা যাচ্ছে আত্মহত্যাকারী ব্যক্তি রোহিত সরকার। তিনি চিকন মাটির বাসিন্দা।বলছেন, তাঁর কাজ নেই। তাই তিনি আত্মহত্যার পথ বেছে ছিলেন। এই বিষয়ে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম ডি আর এম আলিপুর দুয়ার দিলীপ কুমার সিং-এর সঙ্গে। উনি এই কাজের জন্য লোকো ইন্সপেক্টরকে সাধুবাদ জানিয়েছেন। ভিডিওটি সোমবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।