Jalpaiguri News: সরকারি বাসে উঠে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকলেন যাত্রীরা
Jalpaiguri News: চলন্ত বাসে পরীক্ষার্থীরদের টাকা,মোবাইল গায়েব। চাকরি প্রার্থীদেরও সামগ্রী পকেটমারি। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়িতে।
জলপাইগুড়ি: নিত্যদিনের মতোই বাসে উঠেছিলেন যাত্রীরা। তবে বাসে উঠে এমন ভয়াবহতার শিকার হতে হবে ভাবতেই পারেননি। পকেটে হাত দিয়ে কেউ দেখলেন নেই টাকা। কেউ আবার দেখলেন গায়েব মোবাইল।
জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস ফালাকাটা থেকে শিলিগুড়ি যাচ্ছিল। বাসের অধিকাংশ যাত্রী ছিলেন চাকরীর পরিক্ষার্থী। জলঢাকা পার হয়ে দুই পরীক্ষার্থী কন্ডাক্টরকে ভাড়া দিতে গিয়ে দেখতে পান তাঁদের ব্যাগের চেন খোলা। একজনের মোবাইল এবং আর এক জনের তিন হাজার টাকা চুরি গিয়েছে বলে তাঁরা দাবি করেন। এরপর বাসের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যাত্রীরা বাসটিকে হুসলুরডাঙা স্টপেজে থামিয়ে দেন।
ঘটনার খবর শুনতে পেয়ে আশপাশ থেকে চলে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় থানায়। আইসি সুবল দাস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন।অপরদিকে বাসযাত্রীরা সরকারি বাসে তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন ময়নাগুড়ি থানার আইসি। সীমা রায় নামে এক যাত্রী বলেন, “পরীক্ষা দিতে যাচ্ছিলাম। আমার ফোন ব্যাগে রেখেছিলাম। ভাবতে পারিনি ব্যাগে ফোনটা এভাবে হারিয়ে যাবে। টিকিট কাটতে গিয়ে দেখি এইসব হয়ে গেল।”