West Bengal Panchayat Polls: তৃণমূল ছেড়ে একঝাঁক সংখ্যালঘু মানুষ যোগ দিলেন বিজেপিতে
West Bengal Panchayat Polls: সোমবার দুপুরে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ললিতা বাড়ি গ্রামে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন প্রায় ৭০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
জলপাইগুড়ি: তৃণমূল এলাকার কোনও উন্নতিই করেনি। এই অভিযোগ তুলে ঘাসফুলের পতাকা ছেড়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন একদল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। জলপাইগুড়ির রাজগঞ্জে এই দলবদল ঘটেছে।
সোমবার দুপুরে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ললিতা বাড়ি গ্রামে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন প্রায় ৭০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন তাঁরা।
জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বলেন, “আমাদের এলাকা আজ থেকে পাঁচ বছর আগে আমাদের এলাকার তৃণমূল নেতারা উন্নয়নের কথা বলেছিলেন। কিন্তু ভোটের পর কোনও উন্নয়নই হয়নি। এমনকী তাঁদের এলাকায় দেখা পর্যন্ত যায়নি। তাই যোগদান করলাম।” সাংসদ তথা চিকিৎসক জয়ন্ত কুমার রায় বলেন, “দিকে-দিকে মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। কারণ মানুষকে বোকা বানিয়ে এরা তাদের ভোট নিয়েছিল। এখন মানুষ অনেক সচেতন। গত কয়েকবছর ধরে লাগাতার তৃণমূলের দুর্নীতি সংবাদ মাধ্যমে দেখেছে। তাই এখন নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূল ত্যাগ করছে।” একই সঙ্গে তিনি যোগ করে বলেন, আজ সেই রকমই রাজগঞ্জের ললিতা বাড়ি গ্রামে বেশ কিছু সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগদান করলেন।
এই বিষয়ে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বলেন, বিষয়টি তাঁর জানা নেই। পরে খোঁজ নিয়ে দেখবেন।