Dhupguri Death: শহরের রাস্তায় পড়ে বস্তা, বাঁধন খুলতেই বেরলো বৃদ্ধার বিবস্ত্র দেহ

Dhupguri Death: ঘটনাস্থল ধুপগুড়ি শহরের ৫ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম পুস্পরানি গায়েন (৭৫)। শুক্রবার দুপুরের পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

Dhupguri Death: শহরের রাস্তায় পড়ে বস্তা, বাঁধন খুলতেই বেরলো বৃদ্ধার বিবস্ত্র দেহ
বস্তাবন্দি দেহ উদ্ধারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2023 | 2:38 PM

ধূপগুড়ি: রাস্তার পাশে পড়ে রয়েছে বস্তা। যা দেখতে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। পরে বস্তার বাঁধন খুলতেই দেখা গেল তার ভিতর বৃদ্ধার বিবস্ত্র দেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

ঘটনাস্থল ধুপগুড়ি শহরের ৫ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম পুস্পরানি গায়েন (৭৫)। শুক্রবার দুপুরের পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

শনিবার সকালবেলা তাঁর বাড়ির সামনে বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাই দেখেই সন্দেহ হয়। সেই বস্তা খুলতেই উদ্ধার হন বৃদ্ধা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মী। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। প্রতিবেশী গৌতম দে সরকার বলেন, “প্রতিবেশী এলাকাবাসীর অনুমান খুন করা হয়েছে তাঁকে। তবে এখনও পর্যন্ত খুনের কারণ বোঝা যায়নি। এলাকাবাসী মনে হয় সকালবেলা বস্তাবন্দি দেহ দেখতে পেয়েছিল। সকাল সাড়ে ছ’টা নাগাদ ওনার দেহ পাওয়া যায়। ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। সে বর্ণনা করা যায় না। কিন্তু এটা খুন। আমরা খুব আতঙ্কে রয়েছি।”