হুলুস্থুল কাণ্ড: করোনা সেফ হোমে ঢুকে পড়ল সাপ! তারপর…

Safe Home: সোমবার সকালে ধূপগুড়ি গার্লস কলেজের সেফ হোমের ভেতরে ঢোকে বিশাল আকারের একটি সাপ। সাপটি দেখতে পান সেফ হোমে থাকা করোনা রোগীরা। আতঙ্কে প্রায় লাফিয়ে ওঠেন সবাই।

হুলুস্থুল কাণ্ড: করোনা সেফ হোমে ঢুকে পড়ল সাপ! তারপর...
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2021 | 8:57 PM

ধূপগুড়ি: করোনা (Corona) রোগীদের সেফ (Safe Home) হোমে ঢুকে পড়ল সাপ। তীব্র আতঙ্ক ছড়াল রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি গার্লস কলেজে তৈরি হওয়া সেফহোমে।

সোমবার সকালে ধূপগুড়ি গার্লস কলেজের সেফ হোমের ভেতরে ঢোকে বিশাল আকারের একটি সাপ। সাপটি দেখতে পান সেফ হোমে থাকা করোনা রোগীরা। আতঙ্কে প্রায় লাফিয়ে ওঠেন সবাই। কোনওরকম তাঁরা খবর দেন স্বাস্থ্যকর্মীদের। ৪৫ জন রোগীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। সাপটিকে দেখে ভয় পেয়ে যান স্বাস্থ্য কর্মীরাও।

জানা গিয়েছে ধূপগুড়ি গার্লস কলেজের সেফ হোমে সোমবার ১১টা নাগাদ দুটি বড় সাপ দেখতে পান কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ও সেফ হোমে থাকা করোনা রোগীরা। ব্লক স্বাস্থ্য আধিকারিককে খবর পাঠান সেফ হোমের দায়িত্বে থাকা কর্মীরা। একেই করোনা তার উপর সাপ, স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় হোমে। ব্লক স্বাস্থ্য আধিকারিক খবর পাঠান পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক অর্গানাইজেশনে।

কিন্তু সাপ উদ্ধার করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় তাঁদের। সাপটি সেফ হোমের ঘর থেকে বেরিয়ে সোজা ঢুকে যায় একটি পাইপের ভিতরে। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় একটি বড় সাপ উদ্ধার করা হয়। তবে আরও একটি সাপ সেখানে রয়েছে বলে জানান রোগীরা। যদিও দ্বিতীয়টির দেখা মেলেনি।

উত্তরবঙ্গের বিশিষ্ট সর্প বিশারদ মিন্টু চৌধুরী জানান, গরমকালের সাপের উপদ্রব কিছুটা বেড়ে যায়। কারণ, সাপ গরম সহ্য করতে পারে না। তাই শীতল আর নিরিবিলি জায়গা খোঁজে আর সেফ হোম সেই ধরনের একটি নিরিবিলি এবং নিস্তব্ধ জায়গা। তাই সেখানে গিয়ে হয়ত আশ্রয় নিয়েছিল তারা।

হোমে থাকা সাফাই কর্মী অজয় বাসফোর জানান, এদিন সকালবেলা কাজ করার সময় দুটি বড় সাপ নজরে আসে তাঁর। সাপদুটিকে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় গৃহনির্মাণ তৃণমূল নেতার! প্রতিবাদ দলের সতীর্থদের