West Bengal HS Result: একই স্কুলের দুই বান্ধবী, ‘মেঘের পাহাড়’ বানিয়ে উচ্চমাধ্যমিকে দশম সময়িতা-সুচেতনা

West Bengal HS Result: হাসি মুখে সুচেতনাকে বলতে দেখা গেল, “ভাবিনি এত ভাল ফল হবে। খুবি খুশি আমি। আগামীতে শিক্ষক হতে চাই। গান করতে, গান শুনতে খুবই ভাল লাগে।”

Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2023 | 4:58 PM

জলপাইগুড়ি: ছোট থেকেই পড়াশোনা একই স্কুলে। বন্ধুত্বও হয়েছে সেই কবে। উচ্চমাধ্যমিকের মেধাতালিকা (West Bengal HS Result 2023) সামনে এলে দেখা গেল একই নম্বর পেয়েছেন দু’জনেই। মেধাতালিকাতে রয়েছেন দশম স্থানে। দু’জনেরই বাড়ি জলপাইগুড়িতে (Jalpaiguri)। জলপাইগুড়ি শহরের থানা রোড এলাকার বাসিন্দা সময়িতা দাশগুপ্ত। সুচেতনা জানার বাড়ি শহরের রায়কতপাড়া এলাকায়। এই দুই কৃতী ছাত্রী‌র সাফল্যে খুব খুশি তাঁদের পরিবারের সদস্যরাও। দু’জনেই জলপাইগুড়ি শহরের সুনীতি‌বালা সদর বালিকা বিদ্যালয়ের ছাত্রী। দু’জনেই পেয়েছেন ৪৮৭ নম্বর। চোখ ধাঁধানো সাফল্যে খুশি দুই বন্ধুও। ছোট থেকেই সুচেতনার ভাল লাগে গান শুনতে। গান গাইতে। 

সংবাদমাধ্যের মুখোমুখি হয়ে গাইলেন X=Prem ছবির ‘বায়নাবিলাসী’ গানও। হাসি মুখে সুচেতনাকে বলতে দেখা গেল, “ভাবিনি এত ভাল ফল হবে। খুবি খুশি আমি। আগামীতে শিক্ষক হতে চাই। গান করতে, গান শুনতে খুবই ভাল লাগে।” অন্যদিকে আগামীতে ভূগোল নিয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চাইছে সময়িতা। টিভি-৯ বাংলার মুখোমুখি হয়ে বলতে দেখা গেল, “খুব ভাল লাগছে। স্কুলের শিক্ষকরা খুব সাহায্য করেছেন। গৃহশিক্ষক, বাবা-মা খুব সাহায্য করেছেন।” সময়িতা ভূগোল নিয়ে পড়তে চাইলেও সুচেতনার আবার ইচ্ছা ইংরাজি নিয়ে পড়ার। 

প্রসঙ্গত, এবারে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় এক থেকে দশের মধ্যে রয়েছেন ৮৭ জন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পাশের হারে কলকাতা দশম। হুগলি থেকেই মেধাতালিকায় ঠাঁই ১৮ জনের। তালিকায় রয়েছেন উত্তরবঙ্গের বহু পড়ুয়াই। মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার রামকৃষ্ণপুর পিডিজিমএমের ছাত্র আবু সামাদ। প্রাপ্ত নম্বর ৪৯৫।