Jalpaiguri: দোকানের ভিতর গভীর রাতে চলেছে ‘খেলা’, ‘খিলাড়ি’ বেশ পাকা মাথার…
Jalpaiguri: দোকানের মালিক সুশীল ঠাকুর বলেন, "ক্যামেরা কানেকশন কেটে দিয়ে যা ছিল সব নিয়ে চলে গিয়েছে। ২০-৩০ হাজার টাকা নগদ, ২টো ল্যাপটপ, ক্যামেরা সব নিয়ে গিয়েছে। ডিভিআর-সমেত সিসিক্যামেরা তুলে নিয়ে চলে গিয়েছে। কিছু উদ্ধার করাও সম্ভব নয়। প্রশাসনই এখন ভরসা। আমার দাদার মোবাইলের দোকান। সেখানেও একইভাবে চুরি হয়েছে।"
জলপাইগুড়ি: রীতিমতো পড়াশোনা করে এসেছিল চোরের দল। সাধারণত সিসিটিভি নষ্ট করেই ক্ষান্ত থাকে চোরেরা। তবে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়িতে পর পর দু’টি দোকানে চুরির ঘটনায় চুরির সামগ্রীর সঙ্গে সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিয়ো রেকর্ডার বা ডিভিআর পর্যন্ত নষ্ট করে দিয়েছে। স্থানীয় পলিটেকনিক কলেজ এলাকায় গত কয়েকদিনে চুরির ঘটনা বেড়েছে বলে দাবি স্থানীয় দোকানিদের। প্রশাসনকে জানিয়েও কাজ হয় না বলে অভিযোগ তাঁদের। বৃহস্পতিবারের ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
বৃষ্টিতে জনজীবন বিপন্ন। এরইমধ্যে এলাকার লোকজনের অভিযোগ, প্রায়শই রাস্তার আলো থাকে না, নেই কোনও নিরাপত্তা। এরইমধ্যে বৃহস্পতিবার রাতে পাশাপাশি দুই ভাইয়ের দোকানে টিনের শিট কেটে চোরেরা ঢোকে বলে অভিযোগ।
দোকানের মালিক সুশীল ঠাকুর বলেন, “ক্যামেরা কানেকশন কেটে দিয়ে যা ছিল সব নিয়ে চলে গিয়েছে। ২০-৩০ হাজার টাকা নগদ, ২টো ল্যাপটপ, ক্যামেরা সব নিয়ে গিয়েছে। ডিভিআর-সমেত সিসিক্যামেরা তুলে নিয়ে চলে গিয়েছে। কিছু উদ্ধার করাও সম্ভব নয়। প্রশাসনই এখন ভরসা। আমার দাদার মোবাইলের দোকান। সেখানেও একইভাবে চুরি হয়েছে।”
সুশীলের অভিযোগ, তাঁদের এলাকায় অনেকদিন ধরেই এটা চলছে। তাঁরা আগেও প্রশাসনকে জানিয়েছিলেন। কিছু করেনি কেউ। এবার এত বড় ক্ষতি হয়ে গেল। দু’দিন আগেই চুরি হয়েছে এলাকারই আরেক ব্যবসায়ী দিলীপ হালদারের দোকানে।
দিলীপ হালদারেরও অভিযোগ, “আমাদের এখানে পর পর চুরি হচ্ছে। রাস্তার লাইটগুলো পর্যন্ত ঠিক নেই। যতবার ঠিক করে নষ্ট করে দিয়ে চলে যায়। পঞ্চায়েত থেকে এগুলো দেখুক। না হলে এভাবে তো চলা সম্ভব না। পরপর তিনটে দোকানে চুরি হল। আমার দোকানে প্রথম হয়েছিল। পরে আরও দু’টো দোকানে চুরি হল।”