TMC: তৃণমূলের বুথ সভাপতি-সহ ৬ টি বাড়িতে আগুন, বিজেপির হাত দেখছে শাসকদল
TMC: অভিযোগ ৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে থাকা এই ৬ টি বাড়িতে শুক্রবার গভীর রাতে একই সময়ে (আনুমানিক রাত ২ টা থেকে ২.৩০ মিনিট নাগাদ) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ময়নাগুড়ি: তৃণমূলের (Trinamool Congress) বুথ সভাপতি-সহ ৬ টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়িতে (Maynaguri)। ঘটনা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল তৃণমূল। অভিযোগ উড়িয়ে দিলেন বিজেপি (BJP) সাংসদ। তদন্তে পুলিশ। শুক্রবার গভীর রাতে ময়নাগুড়ির খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় আগুনে পুড়ে যায় এক তৃণমূল কর্মীর বাড়ি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির পাঁচ সদস্য। অপরদিকে খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের ১৬/৬৩ নম্বর বুথের বুথ সভাপতি সবিন চন্দ্র রায়ের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই এলাকায় আরও ৪টি বাড়িতেও লেগে যায় আগুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে ময়নাগুড়িতে। ঘটনার তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ। খবর পেয়ে এলাকায় ছুটে যান তৃনমূল পরিচালিত ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়।
অভিযোগ ৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে থাকা এই ৬ টি বাড়িতে শুক্রবার গভীর রাতে একই সময়ে (আনুমানিক রাত ২ টা থেকে ২.৩০ মিনিট নাগাদ) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ময়নাগুড়ি ও ধুপগুড়ি থেকে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একসঙ্গে ছটি জায়গায় আগুন লেগে যাওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
এ ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন বুথ সভাপতি সবিন চন্দ্র রায়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে বিরোধীদের এই চক্রান্ত বলে মনে করছেন তিনি। ঘটনায় তৃণমূল নেতা মনোজ রায় বলেন, “পঞ্চায়েত ভোটের আগে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে বিজেপি পরিকল্পনা করে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ দ্রুত তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যাবস্থা নেওয়ার আবেদন রাখছি।”
তৃণমূলের দাবিকে নস্যাৎ করে বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় বলেন, “এই কাজ বিজেপি কোনও দিন করতে পারে না। এই জাতীয় কাজে সিদ্ধহস্ত তৃণমূল। এটা তাঁদেরই কাজ।” ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডাবলে বলেন, তদন্ত শুরু হয়েছে। অশান্তি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।