King Cobra: বিশাল কিং কোবরা গলায় জড়িয়ে নিয়ে চলেছেন বনকর্মী, দায়িত্বজ্ঞান নিয়ে উঠছে প্রশ্ন

Tea Garden: শুক্রবার দুপুরে বাগানের শ্রমিকরা চা বাগানের ১ নম্বর সেকশনে কিং কোবরাটিকে দেখতে পায়।

King Cobra: বিশাল কিং কোবরা গলায় জড়িয়ে নিয়ে চলেছেন বনকর্মী, দায়িত্বজ্ঞান নিয়ে উঠছে প্রশ্ন
এভাবেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কিং কোবরাকে।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 10:00 AM

ধূপগুড়ি: ১১ ফুটের কিং কোবরা (King Cobra) গলায় জড়িয়ে বিতর্কে বনকর্মী। শুক্রবার ডুয়ার্সের মালবাজারে একটি চা বাগান থেকে ১১ ফুট লম্বা একটি কিং কোবরা উদ্ধার হয়। অভিযোগ, সেই বিশাল বিষধর সাপটি উদ্ধারের পর তাকে ঘাড়ে তুলে নিয়ে যান এক বনকর্মী। ডুয়ার্সের মালবাজার সংলগ্ন মিশন হিল চা বাগানের এই ঘটনা ঘিরে একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, একজন বনকর্মী কীভাবে এরকম ঘটনা ঘটালেন। এই ধরনের সাপ উদ্ধার হলে তাকে বস্তায় ভরে কিংবা নির্দিষ্ট পদ্ধতি মেনে নিয়ে যাওয়াই বনকর্মীদের কর্তব্য। যদিও যাকে নিয়ে এই বিতর্ক তাঁর কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি।

শুক্রবার দুপুরে বাগানের শ্রমিকরা চা বাগানের ১ নম্বর সেকশনে কিং কোবরাটিকে দেখতে পায়। খবর ছড়াতেই বাগান শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। হুড়োহুড়ি পড়ে যায় সেটিকে দেখার জন্য। এরপরই খবর দেওয়া হয় বনবিভাগে। আর সেখানেই এক বনকর্মীর বিরুদ্ধে বন্যপ্রাণী আইন ভাঙার অভিযোগ ওঠে। জানা গিয়েছে এদিন দুপুরে কালিম্পং ডিভিশনের বনকর্মীরা মিশন হিল চা বাগানের ১ নম্বর সেকশন থেকে ওই কিং কোবরা উদ্ধার করেন। দীর্ঘক্ষণের চেষ্টায় উদ্ধার হয় এই বিষধর সাপ।

অভিযোগ, এমন বিষাক্ত সাপ, অথচ সেটিকে উদ্ধারের পর বস্তাবন্দি না করে নিরাপদ দূরত্বে ধরে না নিয়ে এসে রীতিমতো গলার মধ্যে পেচিয়ে সকলের মাঝখান দিয়েই বেরিয়ে আসেন ওই বনকর্মী। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, এর জেরে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত ওই বনকর্মীর। সাপের ছোবলে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারত বলেন মত বিশেষজ্ঞদের। অথবা সাপটিরও মৃত্যু হতে পারত।

বিষধর সাপের মধ্যে ভারতবর্ষে সবথেকে বড় আকারের সাপ এই কিং কোবরা। সেই সাপ নিয়ে বনকর্মীর এমন ঘটনায় তাজ্জব বনকর্মীদেরই একাংশ। এ প্রসঙ্গে এক পরিবেশপ্রেমী সংঠনের কর্মকর্তা নফসর আলি বলেন, “যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তা দেখে রীতিমতো আতঙ্কিত আমরা। যে কোনও সময় বিপদ ঘটতে পারত। একজন বনকর্মী যদি এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে বন্যপ্রাণী আইন ভাঙেন, তাহলে সাধারণ মানুষকে সচেতন করবে কী করে?”