WB Panchayat Election 2023: ‘অভিষেকের ‘ব্যালটে প্রার্থী বাছাই’ ভুয়ো’, নির্দল হয়ে মনোনয়ন তুললেন বিক্ষুব্ধ তৃণমূলীরা

WB Panchayat Election 2023: বস্তুত, রবিবার বৈঠকে বসেছিলেন জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুর যান অঞ্চলের বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নির্দল প্রার্থী হয়ে তাঁরা নির্বাচন লড়বেন। সেই মোতাবেক আজ সকালে বৃষ্টি উপেক্ষা করে মনোনয়ন পত্র তোলার জন্য রাজগঞ্জ বিডিও অফিসে লাইনে দাঁড়ান বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা।

WB Panchayat Election 2023: ‘অভিষেকের ‘ব্যালটে প্রার্থী বাছাই’ ভুয়ো’, নির্দল হয়ে মনোনয়ন তুললেন বিক্ষুব্ধ তৃণমূলীরা
জলপাইগুড়িতে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 2:09 PM

জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। সেই সঙ্গে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ্যে আসছে। কোথাও শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছেন বিরোধী প্রার্থীরা, কোথাও আবার মনোনয়ন জমা নিয়ে তৃণমূলেরই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে। এবারের স্থান জলপাইগুড়ি। সেখানে মনোনয়ন তোলার জন্য সাত-সকালেই লাইনে দাঁড়ালেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। এর আগে ‘নব জোয়ার’ কর্মসূচিতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিয়েছেন টিকিট না পেলে নির্দলে নাম না লেখাতে। কিন্তু দলের নিচু তলার কর্মীরা সে কথা যে কানে তুলছেন না তা জলপাইগুড়ির ঘটনায় আরও একবার প্রমাণিত। শুধু তাই নয়, প্রার্থী তালিকার প্রকাশের আগেই টিকিট না পাওয়ার আশঙ্কা থেকে নির্দলে নাম লেখালেন জলপাইগুড়ির এই প্রার্থীরা।

বস্তুত, রবিবার বৈঠকে বসেছিলেন জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুর যান অঞ্চলের বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নির্দল প্রার্থী হয়ে তাঁরা নির্বাচন লড়বেন। সেই মোতাবেক আজ সকালে বৃষ্টি উপেক্ষা করে মনোনয়ন পত্র তোলার জন্য রাজগঞ্জ বিডিও অফিসে লাইনে দাঁড়ান বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা।

বিক্ষুব্ধ তৃণমূল নেতা অখিল চন্দ্র রায় বলেন, “আমরা নির্দেল হয়ে মনোনয়ন পত্র তুললাম। উপর থেকে প্রার্থী হিসাবে আমাদের নাম মনোনীত করা হয়। পরে শুনি ভিতরে-ভিতরে নাম বাদ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ারে যে ভোটাভুটি হয়েছিল পরে আমরা বুঝতে পারলাম সব ভুয়ো। পাবলিককে হয়রানিতে ফেলতে এই বুদ্ধি করেছে।”

প্রসঙ্গত, গত ২২ মে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন তৃণমূলের SC, ST, OBC সেলের রাজগঞ্জের কুকুরযান অঞ্চলের অঞ্চল সভাপতি জাফিরুল হক। সেইদিন তাঁদের অভিযোগ ছিল জলপাইগুড়ি জেলায় নবজোয়ার কর্মসূচি চলাকালীন যেই ভোটের আয়োজন করা হয়েছিল, তাতে যাঁরা জিতেছিলেন তাঁদেরকে মান্যতা না দিয়ে আলাদা বৈঠক করে টাকার বিনিময়ে প্রার্থী করা হচ্ছে।

এরপর প্রায় দু’সপ্তাহের বেশি সময় অতিক্রম হয়েছে। উচ্চ-নেতৃত্বের কাছ থেকে কোনও রকম সদুত্তর না পেয়ে নিজেরাই আলাদা করে ভোটে লড়ার চূড়ান্ত প্রস্তুতি নেয় বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা।