Suvendu Adhikari: লোকসভা ভোট এগিয়ে আসার সম্ভাবনা? মমতার সন্দেহ নিয়ে কী বলছেন শুভেন্দু
Lok Sabha Election: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে দলের সুপ্রিমো বলেছিলেন, 'আমার সন্দেহ, এরা (বিজেপি) ডিসেম্বরেই না লোকসভা ভোট করিয়ে দেয়। জানুয়ারিতেও করাতে পারে।' সোমবার মেয়ো রোডে মমতার মুখে এমন সন্দেহের পর জোর চর্চা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে।
ধূপগুড়ি: লোকসভা ভোট এগিয়ে আসতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে দলের সুপ্রিমো বলেছিলেন, ‘আমার সন্দেহ, এরা (বিজেপি) ডিসেম্বরেই না লোকসভা ভোট করিয়ে দেয়। জানুয়ারিতেও করাতে পারে।’ সোমবার মেয়ো রোডে মমতার মুখে এমন সন্দেহের পর জোর চর্চা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠতে শুরু করেছিল, সত্যিই কি লোকসভা ভোট এগিয়ে আসছে? সেই নিয়ে বুধবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল। যদিও এমন কোনও সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়ে দেন শুভেন্দু। প্রশ্ন করায় সাফ জানিয়ে দিলেন, এমন কোনও প্রশ্নই ওঠে না। বললেন, ‘না না।’
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে খুব বেশি সময় আর বাকি নেই। সঠিক সময়ে নির্বাচন হলে, হাতে আর এক বছরেরও কম সময়। আর এমন অবস্থায় কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যূত করতে এক ছাতার তলায় আসার চেষ্টা করছে বিরোধী দলগুলি। ইন্ডিয়া জোটও গঠন হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী, সীতারাম ইয়েচুরিরা সবাই রয়েছে। আগামিকাল সেই বিরোধী জোটের বৈঠক রয়েছে মুম্বইয়ে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। আর এসবের মধ্য়েই মমতার মুম্বইযাত্রাকে খোঁচা দিলেন শুভেন্দু। বিধানসভার বিরোধী দলনেতা বললেন, ‘মুম্বইয়ে ঘুরতে গিয়েছেন মমতা।’
সামনেই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। সেখানে বিজেপির হয়ে প্রচারে গিয়েছেন শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধেয় ধূপগুড়ির দুরামারিতে এক দলীয় সভায় বক্তব্য রাখছিলেন শুভেন্দু। সেই সময়েই সংবাদমাধ্যমের প্রশ্নে এই মন্তব্য করেন বিধানসভার বিরোধী দলনেতা।
উল্লেখ্য, গত সোমবার মেয়ো রোডের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করেছিলেন, ডিসেম্বরে কিংবা জানুয়ারিতে লোকসভা ভোট করাতে পারে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা, দলীয় কর্মী ও সমর্থকরা যাতে নির্বাচনের প্রস্তুতিতে এখন থেকেই ঝাপিয়ে পড়ে, তার জন্যই ভোকাল টনিক দিতে ওই কথা বলেছিলেন মমতা। তবে তৃণমূল সুপ্রিমোর ওই সন্দেহের পর থেকেই বিভিন্ন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।