Accident: অভিষেকের সভা থেকে ফেরার পথে কন্যাযাত্রীর গাড়িতে ধাক্কা পুলিশের বাসের, আহত ৮
Dhupguri: সূত্রের খবর, আহতদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, ধূপগুড়ি এবং ময়নাগুড়ি থানার পুলিশ।
ধূপগুড়ি: ‘তৃণমূলে নবজোয়ার’ (Trinamoole Nabajoyar) কর্মসূচি। সেখান থেকে ডিউটি সেরে ফেরার পথে পথদুর্ঘটনার (Road Accident) কবলে পুলিশকর্মী ভর্তি বাস। পুলিশ কর্মীদের বাসের সঙ্গে একটি বিয়ে বাড়ির গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বলে অভিযোগ। আহত হন ৮ জন। শুক্রবার জলপাইগুড়ির ধূপগুড়ি জলঢাকা সেতুর উপর ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়নাগুড়ি সাপটিবাড়ি এলাকা থেকে বৌভাত খেয়ে একটি ছোট গাড়িতে করে ধূপগুড়ি পাটকিদহ এলাকার কন্যাযাত্রীরা ফিরছিলেন। ঠিক উল্টো দিক থেকে আসছিল একটি পুলিশকর্মী ভর্তি বাস।
আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ির দিকে ফিরছিল পুলিশকর্মী বোঝাই বাসটি। জলঢাকা সেতুর উপরে বাসটির মুখোমুখি ওই কন্য়াযাত্রীদের গাড়িটি চলে আসে। বিকট শব্দ হয়। ছোট গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। ৮ জন আহত হন। বাসের ধাক্কায় গাড়িটি ব্রিজের ফুটপাতের উপর উঠে যায়।
সূত্রের খবর, আহতদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, ধূপগুড়ি এবং ময়নাগুড়ি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি হাসপাতালে। এদিকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সেতুর উপরে ব্যাপক যানজট তৈরি হয়।
ঈশ্বর বাগ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বাসটা ব্রেক কষে, সে কারণেই বেঁচে গিয়েছে। না হলে বাঁচার কোনও সম্ভাবনাই ছিল না। টোল গেট বাঁচানোর জন্য ওই বিয়ে বাড়ির গাড়িটা অন্য রাস্তায় চলে আসে। উল্টোদিক থেকে আচমকা গাড়িটি ঢুকে পড়ায় এমন ঘটনা বলেও দাবি তাঁর। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।