Crime: জমির শশা ছিঁড়ে খেয়ে নিয়েছে যুবক, প্রতিবাদ করায় তুলকালাম কাণ্ড ফাঁসিদেওয়ায়
Jalpaiguri: অভিযোগ, রাহুল বাধা দিতে এলে অভিযুক্ত যুবক ছুরি বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে।
জলপাইগুড়ি: অন্যের জমিতে ছাগল ঢুকে পড়া কিংবা একজনের বাড়িতে অন্যজনের গাছের পাতা পড়াকে কেন্দ্র করে খুন পর্যন্ত হতে হয়, হিংস্রতার এমন উদাহরণ রয়েছে ভূরি ভূরি। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক। শশা ছেঁড়াকে কেন্দ্র করে চাকু মারার অভিযোগ উঠল। শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ধামনাগছ গ্রামে বেশ কয়েক বিঘা জমিতে শশা চাষ করেছে রাহুল নামে এক যুবকের পরিবার। রবিবার দুপুরে তাঁদের জমির পাশেই আড্ডা মারছিল বেশ কয়েকজন যুবক। অভিযোগ, ওই দলের এক যুবক শসা তুলছিল। শশা তুলতে বাধা দেওয়া হয়। তাতেই বাধে গোলমাল।
অভিযোগ, রাহুল বাধা দিতে এলে অভিযুক্ত যুবক ছুরি বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপরই পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শুরু হয় প্রাথমিক চিকিৎসা। রাহুলের আঘাত গভীর হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেয়।
আহত রাহুল হাসপাতালে বসেই বলেন, “ওরা আমাদের গাছের শশা খাচ্ছিল। আমি বললাম, এগুলো আমরা বিক্রি করি। এখনও আমরা তুলিনি, তার আগেই কেন এভাবে তুলে নিচ্ছ। তখন কোনও কথাই বলল না। ছুরি বের করে একেবারে বসিয়ে দিল।” আহতের মায়ের কথায়, অল্প বয়সী ছেলে সব। ক্ষেতের জিনিস অন্যরা তুলে খেয়ে ফেলছে, তাই ছেলে না করেছিল। এরপর কথা কাটাকাটিতে ছুরি চালিয়ে দেয়। এই ঘটনার অভিযুক্তের পরিবার জানিয়েছে, থানায় যাবে তারা। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।