Jalpaiguri: মুখের সামনে ঝুলছে সাপ, হাঁটতে পারেন না মহিলা, এরপর যা ঘটল শরীরে বয়ে যাবে ঠান্ডা স্রোত…

Jalpaiguri: বৃদ্ধা ততক্ষণে ভয়ে কাঁপছেন। চোখ মুখ শুকিয়ে গিয়েছে তাঁর। দেখেন, ঘরের সিলিং থেকে একটি সাপ ঝুলছে। সাপটি একেবারে বৃদ্ধার মুখের সামনে। চিৎকার শুরু করেন তিনি। চিৎকার শুনে আশে পাশের মানুষ ছুটে আসেন।

Jalpaiguri: মুখের সামনে ঝুলছে সাপ, হাঁটতে পারেন না মহিলা, এরপর যা ঘটল শরীরে বয়ে যাবে ঠান্ডা স্রোত...
চিন্তারানি দে সরকার ও উদ্ধার হওয়া সাপটি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 12:44 PM

জলপাইগুড়ি: পক্ষাঘাতের কারণে একা হাঁটাচলা করতে পারেন না ষাটোর্ধ্ব চিন্তারানি দে সরকার। বিছানায় শুয়ে ছিলেন তিনি। হঠাৎই দেখেন তাঁর মুখের কাছে জিভ নাড়াচ্ছে একটি র‍্যাট স্নেক। সেই দৃশ্য দেখে তো হাড় হিম হওয়ার জোগাড় হয় তাঁর। ঘরে ছিলেন ছেলে মেয়ে। চিৎকার শুনে ছুটে এসে পাঁজাকোলে তুলে সরিয়ে আনেন বৃদ্ধাকে। জলপাইগুড়ি পাঙ্গা সাহেববাড়ি এলাকার এই ঘটনা ঘিরে শুক্রবার রাতে এলাকায় হইচই শুরু হয়ে যায়। পরে পরিবেশকর্মীরা এসে র‍্যাট স্নেকটিকে উদ্ধার করে নিয়ে যায়। ওই চিন্তারানিদেবীর ব্রেন স্ট্রোক হয়েছিল। এরপর থেকে পক্ষাঘাত শয্যাশায়ী করে রেখেছে তাঁকে। মেয়েই মূলত মায়ের দেখাশোনা করেন। মেয়ে নার্সিংকর্মী। সোমবার নাইট ডিউটিতে যাবেন মেয়ে। বেরোনোর আগে মাকে খাবার খাইয়ে ওষুধ আনতে যান পাশের ঘরে। ওষুধ এনে মাকে তা খাওয়াতে গিয়ে দেখেন মোটা দড়ির মতো কী একটা মায়ের মুখের কাছে ঝুলছে। ঘর অন্ধকার। মোবাইলের আলো জ্বালতেই যে দৃশ্য দেখেন, তাতে তাঁর চোখ কপালে ওঠার জোগাড়।

বৃদ্ধা ততক্ষণে ভয়ে কাঁপছেন। চোখ মুখ শুকিয়ে গিয়েছে তাঁর। দেখেন, ঘরের সিলিং থেকে একটি সাপ ঝুলছে। সাপটি একেবারে বৃদ্ধার মুখের সামনে। চিৎকার শুরু করেন তিনি। চিৎকার শুনে আশে পাশের মানুষ ছুটে আসেন। কোনওভাবে অসুস্থ চিন্তারানিদেবীকে কোলে তুলে অন্য ঘরে নিয়ে যাওয়া যায়। খবর যায় পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর কাছে। রাতেই এসে হাজির হন তিনি।

এদিনে সাপটি ততক্ষণে সেখান থেকে অন্যত্র চলে যায়। এরপর প্রায় এক ঘণ্টা ধরে গোটা বাড়ি তন্নতন্ন করে খোঁজ চলে। পরে বাড়ির রেইন পাইপ থেকে সেই সাপটিকে উদ্ধার করা হয়। এরপর বিশ্বজিৎবাবু অসুস্থ চিন্তারানিদেবীকে দীর্ঘক্ষণ র‍্যাট স্নেক সম্পর্কে বুঝিয়ে তার মন থেকে ভয় দূর করার চেষ্টা করেন।

বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, “এটি একটি র‍্যাট স্নেক ছিলো। উদ্ধার করে তাকে ফের বাড়ির কাছেই উপযুক্ত স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে র‍্যাট স্নেক একটি নির্বিষ সাপ। এটি সম্ভবত ইঁদুরের খোঁজে এই বাড়ির সিলিংয়ে ঢুকেছিল। আসলে এই পরিস্থিতির মুখোমুখি হয়ে অসুস্থ বৃদ্ধা ভয় পেয়ে আরও অসুস্থ হয়ে যান।” চিন্তারানি দে সরকার বলেন, “ব্রেন স্ট্রোক হয়েছিল। হাঁটতে পারি না। আমার মেয়ে মরা মানুষের মতো তুলে এনেছে। এখনও শরীর কাঁপছে।”