West Bengal Panchayat Polls: ‘ফাঁকা মাঠে গোল’ দিয়ে পঞ্চায়েত দখল বিজেপি-র, আবির উড়িয়ে উচ্ছ্বাস
West Bengal Panchayat Polls: জলপাইগুড়ির মেটেলি ব্লকের মাটিয়ালী হাটগ্রাম পঞ্চায়েতের ২১/৮ নম্বর বুথের ঘটনা। সেখানে জয়ী হয়েছে ধনরাজ তামাং। জানা গিয়েছে, শামসিং ইয়ংটং টিজির বড়ি লাইনের বাসিন্দা ধনরাজ।
মেটেলি: রবিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর সফরের আগেই বিরোধী শিবিরে এল জয়ের উচ্ছ্বাস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এক বিজেপি পঞ্চায়েত প্রার্থী।
জলপাইগুড়ির মেটেলি ব্লকের মাটিয়ালী হাটগ্রাম পঞ্চায়েতের ২১/৮ নম্বর বুথের ঘটনা। সেখানে জয়ী হয়েছেন ধনরাজ তামাং। জানা গিয়েছে, শামসিং ইয়ংটং টিজির বড়ি লাইনের বাসিন্দা ধনরাজ। তিনি এবার ৮ নম্বর আসনে বিজেপি-র হয়ে মনোনয়ন জমা দেন। যেহেতু এই আসনটি তফশিলি জাতি-উপজাতিদের জন্য সংরক্ষিত সেই কারণে অন্য রাজনৈতিক দলের কেউ এই বুথে প্রার্থী দেয়নি। ফলে তামাং-এর জয় নিশ্চিত ছিল এক প্রকার।
ধনরাজের এই জয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। আবির উড়িয়ে বিজেপি প্রার্থীর জয় উজ্জাপন করলেন তাঁরা। এ দিনের বিউপস্থিত ছিলেন বিজেপির মেটেলি আপার মণ্ডলের সাধারণ সম্পাদক সুভাষ সার্কি, সহ-সভাপতি ঋতুরাজ শর্মা, নিলাম প্রধান,পুনম রানা, বিজেপির শ্রমিক নেতা জমির ওরাও সহ বিজেপির কর্মী ও সমর্থকরা। ধনরাজ বলেন, “একটা সময় তৃণমূলের রাজ ছিল। ওদের বোর্ড ছিল। তবে এই বার সম্পূর্ণভাবে আমরা জিতেছি। এখন এখানকার ভোটাররাই মনস্থির করে নিয়েছেন যে মোদীজীর হাত আরও শক্ত করবেন। সেই কারণে এইবার প্রতিটি ভোটার বিজেপিকে জিতিয়েছে।”
এ দিকে, আবার ধনরাজ তামাংয়ের পাশে অর্থাৎ ওই একই গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল প্রার্থী সবিতা বিশ্বকর্মা।