Jalpaiguri: মমতার ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়েই ক্ষতিপূরণ, মর্টার সেল ফেটে আহত ও মৃতের পরিবারের হাতে চেক জেলাশাসকের

Jalpaiguri: ২৪ ঘণ্টা আগে ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাপাডাঙা এলাকায় মর্টার সেল ফেটে মৃতের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক ও আহত পাঁচজনের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন জেলাশাসক শামা পারভিন।

Jalpaiguri: মমতার ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়েই ক্ষতিপূরণ, মর্টার সেল ফেটে আহত ও মৃতের পরিবারের হাতে চেক জেলাশাসকের
এখনও থমথমে এলাকার পরিস্থিতি Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 9:52 PM

জলপাইগুড়ি: ক্ষতিপূরণের ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকেও উঠেছিল প্রসঙ্গ। অবশেষে ক্ষতিপূরণের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে জলপাইগুড়িতে মর্টার সেল ফেটে মৃতের পরিবার ও আহতদের হাতে চেক তুলে দিলেন জেলাশাসক শামা পারভিন। প্রসঙ্গত, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন। 

এদিন জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাপাডাঙা এলাকায় মর্টার সেল ফেটে মৃতের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক ও আহত পাঁচজনের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন জেলাশাসক শামা পারভিন। এদিন জেলাশাসকের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খান্ডবাহালে, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক, তৃণমূলের জেলা সভানেত্রী। ময়নাগুড়ির চাপাডাঙা পোস্ট অফিসের কাছে এই বিস্ফোরণটি হয়েছিল বলে জানতে পারা গিয়েছিল। তাতেই মৃত্যু হয়েছিল ১ শিশুর। আহত হয়েছিলেন পরিবারের আরো অনেকে। প্রসঙ্গত, সিকিমের হড়পা বানে প্রচুর সেনা সরঞ্জাম সহ অনেক সেনাও ভেসে গিয়েছিলেন। তারপর থেকেই উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে তিস্তা নদীর পাড়ে সেনার মর্টার সেল উদ্ধার হতে থাকে। যদিও এলাকার অনেক বাসিন্দাই সেগুলি বুঝতে না পেরে বাড়ি নিয়ে চলে গিয়েছিলেন। না জায়াগাতে থেকেই এসেছিল বিস্ফোরণের খবর। 

চাপাডাঙায় এরকইম এক মর্টার সেল নিয়ে খেলতে গিয়েছিল কয়েকজন শিশু। আচমকা সেটি ফেটে যাওয়াতেই দেখা যায় বিপত্তি। প্রসঙ্গত, হড়পা বানে বিধ্বস্ত উত্তরবঙ্গের জন্য ইতিমধ্যেই ২৪ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। কয়েকদিন আগেই উত্তরবঙ্গের পরিস্থিতি দেখতে গিয়েছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানেই তিনি ২৪ কোটির ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন।