Molestation Case: বিজেপি নেতা দর্জি, ব্লাউজের মাপ দিতে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ পাড়ার বৌদির
জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের বাসিন্দা এক দর্জির দোকানে ব্লাউজ বানাতে দিয়েছিলেন ময়নাগুড়ির এক মহিলা। উনি স্থানীয় বিজেপি নেতা হিসাবেও পরিচিত। অভিযোগ ব্লাউজের মাপঝোঁক করার অছিলায় সেই মহিলাকে শ্লীলতাহানি করা হয়। এরপর ওই মহিলা স্থানীয় এক বিউটি পার্লারে গিয়ে বিষয়টি জানালে, তাঁরা মহিলার বাড়ির লোককে খবর দেন।
ময়নাগুড়ি: ব্লাউজ বানাতে আসা এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। ওই বিজেপি নেতা দর্জির কাজ করেন। সেখানেই ব্লাউজের মাপ দিতে এসে ওই মহিলা শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ। ঘটনা নিয়ে ওই মহিলা এবং তাঁর স্বামী অভিযোগ দায়ের করেন থানায়। রবিবার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত বিজেপি নেতাকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। এই ঘটনা ঘিরে সরগরম হয়েছে ময়নাগুড়ির রাজনীতি। বিজেপি এবং তৃণমূলের পাল্টা অভিযোগে সরগরম হয়েছে পরিস্থিতি। ধৃত বিজেপি নেতার অভিযোগ, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের বাসিন্দা এক দর্জির দোকানে ব্লাউজ বানাতে দিয়েছিলেন ময়নাগুড়ির এক মহিলা। উনি স্থানীয় বিজেপি নেতা হিসাবেও পরিচিত। অভিযোগ ব্লাউজের মাপঝোঁক করার অছিলায় সেই মহিলাকে শ্লীলতাহানি করা হয়। এরপর ওই মহিলা স্থানীয় এক বিউটি পার্লারে গিয়ে বিষয়টি জানালে, তাঁরা মহিলার বাড়ির লোককে খবর দেন।
বাড়ির লোক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এর পর তাঁরা দোকান মালিককে ধরে থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয়রা বাধা দেন। এরপর ওই মহিলা ও তাঁর স্বামী ময়নাগুড়ি থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত বিজেপি নেতাকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠালে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এ বিষয়ে বিজেপি নেতা চঞ্চল সরকার বলেছেন, “আমাদের এক নেতাকে উঠিয়ে আনা হয়েছে থানায়। যেহেতু বিজেপি করে, তাই শ্লীলতাহানির মিথ্যা মামলা করা হয়েছে।” এই ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতা মনোজ রায় বলেছেন, “পোশাক বানাতে গিয়ে ওই মহিলা শ্লীলতাহানির শিকার হয়েছে বলে শুনলাম। ওই দর্জি স্থানীয় বিজেপি নেতা। বিজেপি মহিলাদের সম্মান করে না। সব কিছুতেই ষড়যন্ত্র দেখতে পায়। কোনও ভদ্র পরিবারের মহিলা নিজের সম্ভ্রম নিয়ে মিথ্যা অভিযোগ করতে যাবেন না। এখন ধরা পড়ে রাজনীতির রং লাগাতে চাইছে বিজেপি।”