Jalpaiguri: মেয়েদের হস্টেলের সামনে গোপনাঙ্গ দেখিয়ে অশালীন ইঙ্গিত, শ্রীঘরে অভিযুক্ত
Jalpaiguri: এক বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস। ক্যাম্পাসেই ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা হস্টেল রয়েছে। তবে বেশ কিছু জায়গা অরক্ষিত রয়েছে। মনে করা হচ্ছে, সেই সব জায়গা দিয়ে ওই যুবক ক্যাম্পাসে ঢুকেছিল।

জলপাইগুড়ি: জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের লেডিজ হস্টেলের সামনে দাঁড়িয়ে গোপনাঙ্গ দেখিয়ে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ। বছর বাইশের এক যুবককে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়।
পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ি পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের সাখের পাড়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত যুবক। এর আগে সে চুরির ঘটনায় গ্রেফতার হয়ে বেশ কিছুদিন জেলও খাটে। শনিবার দুপুরে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী হস্টেলের সামনে দাঁড়িয়ে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ ওঠে। ছাত্রীরা নিরাপত্তা কর্মীদের খবর দেন। নিরাপত্তা কর্মীরা ছুটে এলে পালিয়ে যায় যুবক। খবর পেয়ে কলেজে পুলিশ আসে। সিসিটিভি ফুটেজ দেখে ছবি সংগ্রহ করে। পরে অভিযুক্ত যুবককে গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
এক বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস। ক্যাম্পাসেই ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা হস্টেল রয়েছে। তবে বেশ কিছু জায়গা অরক্ষিত রয়েছে। মনে করা হচ্ছে, সেই সব জায়গা দিয়ে ওই যুবক ক্যাম্পাসে ঢুকেছিল।
কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, অত্যন্ত কুরুচিপূর্ণ ঘটনা। পুলিশকে জানানোর সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে। আমাদের হস্টেলগুলির জন্য নিরাপত্তা কর্মী রয়েছে। পাশাপাশি পুলিশ ও পিঙ্ক পুলিশ ভ্যান নিয়মিত ক্যাম্পাসের চারপাশে টহল দেয়। কোনওভাবে নজর এড়িয়ে ওই যুবক ক্যাম্পাসে ঢুকে পড়েছিল।
কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, “খবর পেয়ে আমাদের টিম দ্রুত সেখানে যায়। এরপর তদন্ত শুরু করে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয়।”
ঘটনায় জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী সৌম্য চক্রবর্তী জানিয়েছেন, অত্যন্ত গর্হিত কাজ করেছে অভিযুক্ত। আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।





