কে এই দুই পয়সার প্রেসকে ভেতরে ডাকে? সরাও এখান থেকে… মেজাজ হারালেন মহুয়া
রবিবার নদীয়ার গয়েশপুরে তৃণমূলের কর্মিসভায় অংশ নিতে হাজির হন মহুয়া মৈত্র। কিন্তু সাংসদের সামনেই 'বহিরাগত' বিতর্ক নিয়ে তুমুল কোন্দল লাগে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। দুই গোষ্ঠী হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।
নদিয়া: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে গিয়ে জেরবার হতে হল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। একসময় মেজাজ হারিয়ে সংবাদমাধ্যমকেও কুরুচিকর আক্রমণ করে বসলেন তিনি। সংবাদমাধ্যমকে (Media) কটাক্ষ করে “দু’পয়সার প্রেস” বলে কটাক্ষ করেন মহুয়া। তৃণমূল সাংসদের এই মন্তব্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে নানা মহলে।
ঠিক কী ঘটেছিল? রবিবার নদীয়ার গয়েশপুরে তৃণমূলের কর্মিসভায় অংশ নিতে হাজির হন মহুয়া মৈত্র। কিন্তু সাংসদের সামনেই ‘বহিরাগত’ বিতর্ক নিয়ে তুমুল কোন্দল লাগে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। দুই গোষ্ঠী হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এক দলের অভিযোগ, গয়েশপুর শহরের সহ-সভাপতি বহিরাগত। আরেকদল এই দাবি মানতে নারাজ। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে হাঙ্গামা চলছিল।
সেখানে মহুয়া এসে গাড়ি থেকে নামার পর সেই হাঙ্গামা আরও বড় আকার নেয়। দুই গোষ্ঠীর মধ্যে কিল-ঘুষি বর্ষণ হতে থাকে মহুয়ার সামনেই। তিনি কোনও মতে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ হয় না। দলীয় কর্মসূচিতে সংবাদ মাধ্যমের উপস্থিতি নিয়েও ব্যাপক ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর জন্যই আজ আমি এখানে, তৃণমূলকে জেতাব, গোর্খাল্যান্ডও হবে: গুরুং
এই বৈঠকে মাইকে বক্তব্য রাখার সময় সংবাদমাধ্যমকে ‘দু’পয়সার প্রেস’ বলে উল্লেখ করেন লোকসভার এই জনপ্রিয় সাংসদ। তিনি বলেন, “কে এই দুই পয়সার প্রেসকে ভেতরে ডাকে? সরাও প্রেসকে এখান থেকে। কেন প্রেস ডাকো তোমরা দলের মিটিংয়ে। কর্মী বৈঠক হচ্ছে আর সবার পেপারে ও টিভিতে মুখ দেখানোর শখ।”
তাঁর এই মন্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গোষ্ঠীকোন্দল সম্পর্কে সাফাই গেয়ে পরে তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক দল। তাই এই বিক্ষোভ থাকবেই এটা কর্মীদের আবেগের বহিঃপ্রকাশ। অন্যদিকে সংবাদমাধ্যমকে তিনি কেন এমন আক্রমণ করলেন তা জানতে চাওয়া হলে মহুয়া জবাব ছিল, ‘আমি তো আপনাদের রেকর্ড করতে বলিনি।’
আরও পড়ুন: ‘অনড়াম্বর’ মমতাকে বিঁধতে বিজেপির নয়া ভোট কৌশল কি ‘ভাইপো’!