Abhishek Banerjee: বিজেপি রাখলে আলসার , বাড়তে দিলে ক্যানসার: অভিষেক
Abhishek Banerjee: বৃহস্পতিবার রাতে ইংরেজবাজারে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বিকালে ইংরেজবাজারে দলের অধিবেশন কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মালদা: কোচবিহার থেকে শুরু হয়েছে অভিষেকের জেলা সফর। আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ঘুরে এখন মালদহে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই মালদহেই অভিষেক ও মমতা এক মঞ্চে থাকতে চলেছেন। পঞ্চায়েত ভোটের আগে যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক তৃণমূলের ‘নবজোয়ার কর্মসূচি’র মঞ্চে দাঁড়িয়ে কী কী বললেন, দেখুন এক নজরে… KEY HIGHLIGHTS
- মালদা দক্ষিণে সভা করছি। এখানে তো কংগ্রেসে সাংসদ। কিন্তু তাঁরা কোনও দিন বাংলার মানুষের টাকা ছাড়তে হবে এই দাবি তোলেনি। তৃণমূল কখনই বিজেপির কাছে মাথা নত করেনি আর করবেও না: অভিষেক
- আবু হাসেম খান চৌধুরী, খগেন মুর্মু কোনও প্রকল্প ছিনিয়ে এনেছেন, এমন উদাহরণ দিতে পারলে জনসংযোগ যাত্রা থামিয়ে দেব: অভিষেক
- কংগ্রেসের যে দু’জন সাংসদ, তাঁরা তলায় তলায় বিজেপির সঙ্গে সেটিং করছে। অমিত শাহ যে এনআরসি করতে চায় , তার দফতরের অধীন সিআরপিএফ অধীরকে পাহারা দেয়: অভিষেক
- অভিষেক কটাক্ষ করেন, “অধীর দিদির পুলিশ চায় না । অমিত শাহর পুলিশ চায় । তলায় তলায় সেটিং হয়েছে ।”
- অভিষেক বলেন, “বিজেপির একটাই ভ্যাকসিন । তৃণমূল। হিমাচলে কংগ্রেসের কাছে হেরে গিয়েছিল বিজেপি। কিন্তু তবুও ওরা পেট্রোল ডিজেলের দাম কমায় নি। তৃণমূলের কাছে হেরে দাম কমাতে বাধ্য হয়েছিল বিজেপি।”
- অভিষেক বলেন, “রান্নার গ্যাসের দাম চারশোই আছে। খগেন মুর্মু আর কংগ্রেসকে জেতাবার জন্য মালদার মানুষ ৮০০ টাকা পেনাল্টি দিচ্ছেন।”
- বিজেপি রাখলে আলসার , বাড়তে দিলে ক্যান্সার: অভিষেক
- মানিকচকের মিল্কি জাম মসজিদ পরিদর্শন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার রাতে ইংরেজবাজারে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বিকালে ইংরেজবাজারে দলের অধিবেশন কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার যাত্রার দশম দিনে আজ মালদার মালতিপুর বিধানসভার চাঁচল থেকে জনসংযোগ কর্মসূচি অভিষেকের। রতুয়ার রোড শোয়ের পর এনায়েতপুরে সভা অভিষেকের। সবশেষে ইংরেজবাজারে গোপন ব্যালটে পঞ্চায়েতের প্রার্থী বাছাই হবে।