Malda Robbery: ৫ মিনিটের নিখুঁত অপারেশনে সাফ সোনার দোকান, পুলিশকে ৭২ ঘণ্টার ‘ডেডলাইন’
Malda: মুখে ছিল মাস্ক, হনুমান টুপি, হুডি। ফলে কাউকেই শনাক্ত করা যায়নি। বেরনোর সময় এক রাউন্ড গুলিও চালায় ডাকাতরা। আশপাশের ব্যবসায়ী ও পথচলতি মানুষজনের চোখের সামনেই ঘটে গিয়েছে এই দুঃসাহসিক ডাকাতি। কিন্তু বন্দুকবাজের ভয়ে এগিয়ে যেতে পারেননি কেউই। মাত্র পাঁচ মিনিটে নিখুঁত অপারেশন চালিয়ে সোনার দোকান সাফ করে দিয়ে পালিয়েছে ডাকাত দল।
মালদা: বড়দিনের সন্ধেয় দুঃসাহসিক ডাকাতি হয়ে গিয়েছে মালদার চাঁচলে। এবারও টার্গেট ছিল সেই সোনার দোকান। লক্ষাধিক টাকার জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়েছে ডাকাত দল। বড়দিনের সন্ধেয় এমনিতেই রাস্তাঘাটে লোকজন ছিল একটু বেশি। তার উপর একেবারে ভরা বাজারের মাঝখানে দোকান। সেখানেই পিস্তল উঁচিয়ে সর্বস্ব লুঠ করে নিয়ে পালিয়েছে ডাকাতরা। মুখে ছিল মাস্ক, হনুমান টুপি, হুডি। ফলে কাউকেই শনাক্ত করা যায়নি। বেরনোর সময় এক রাউন্ড গুলিও চালায় ডাকাতরা। আশপাশের ব্যবসায়ী ও পথচলতি মানুষজনের চোখের সামনেই ঘটে গিয়েছে এই দুঃসাহসিক ডাকাতি। কিন্তু বন্দুকবাজের ভয়ে এগিয়ে যেতে পারেননি কেউই। মাত্র পাঁচ মিনিটে নিখুঁত অপারেশন চালিয়ে সোনার দোকান সাফ করে দিয়ে পালিয়েছে ডাকাত দল।
এই প্রথম নয়, সাম্প্রতিক অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বার বার টার্গেট হয়েছে সোনার দোকান। কখনও পুরুলিয়ায়, কখনও নদিয়ায়, কখনও খড়্গপুরে। উঠে এসেছে বিহারের গ্যাং-এর যোগও। এক্ষেত্রেও কি বিহারের কোনও গ্যাং জড়িয়ে রয়েছে? সেই বিষয়টিও তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা। ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। কিন্তু ডাকাত দলের প্রত্যেকের মুখ ঢাকার ছিল। কারও মাথায় হেলমেট, কারও মুখে মাস্ক। ফলে শনাক্ত করতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে তদন্তকারীদের। কোন রুট দিয়ে ডাকাত দল বাইক ছুটিয়ে পালিয়েছিল, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে সোনার দোকানের ডাকাতির ঘটনায় বেজায় ক্ষুব্ধ মালদার ব্যবসায়ীরা। পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছেন তাঁরা। অভিযুক্তদের পাকড়াও করার জন্য পুলিশকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা। এরপরও যদি ডাকাত দল ধরা না পড়ে, তাহলে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে মালদার চেম্বার অব কমার্স।