ICDS: খোলা আকাশে পড়াশোনা শিশুদের, ঘরের দখল নিয়ে দেদার আড্ডায় TMC কর্মী
Maldah ICDS: এই সেন্টার নিয়ে চলছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের সক্রিয় কর্মী জমি তথা জমিদাতার দাবি, সরকারের সঙ্গে নাকি চুক্তি হয়েছিল নতুন আইসিডিএস সেন্টারে জমি দিলে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে।
মালদহ: আইসিডিএসএর শিশু আলোয় কেন্দ্রের ভবনের দখল নিয়েছে তৃণমূল কর্মী। তৃণমূলের ‘দাদাগিরিতে’ শিশুরা আপাতত খোলা আকাশের নিচে। পড়াশোনা, রান্না-খাওয়া চলছে সেখানেই। অন্তত তেমনটাই অভিযোগ অভিভাবকদের। জানা যাচ্ছে, আট বছর ধরে কেন্দ্রের ভবন এখন তৃণমূল কর্মীর দখলে। ব্লক প্রশাসন একাধিকবার ঘর ছাড়তে বলা হলেও লাভ হয়নি। ঘটনাটি মালদহর গাজোল ব্লকের রশিকপুরে আইসিডিএস এর। এই সেন্টার নিয়ে চলছে রাজনৈতিক চাপানোতর।
সূত্রের খবর, তৃণমূলের সক্রিয় কর্মী তথা জমিদাতার দাবি, সরকারের সঙ্গে নাকি চুক্তি হয়েছিল নতুন আইসিডিএস সেন্টারে জমি দিলে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। সেজন্য জমিদাতা জমি দান করেছেন। কিন্তু জমি দাতার পরিবারের কাউকে চাকরি দেওয়া হয়নি। ঘরের ভাড়াও মেলে না। তাই দখল ছাড়ার প্রশ্নই নেই।
এদিকে জমি দাতা জমি দান করার পর সেখানে ভবন তৈরি করে আইসিডিএস দফতর। ভবন তৈরি হতেই তার দখল নিয়ে নেন ওই ব্যক্তি। অভিযোগ,স্থানীয় তৃণমূল নেতারা মাঝে মধ্যেই সেই বাড়িতে এসে বৈঠক সারেন। পার্টি আড্ডাও চলে। অন্যদিকে খোলা আকাশের নিচে শিশুরা।
যদিও গাজল ব্লকের সিডিপিও খোকন বৈদ্য জানিয়েছেন বিষয়টি তাঁর নজরে রয়েছে। তিনি দুবার পরিদর্শনও করে এসেছেন ভবনটি। তাঁর কথায়,চাকরি দেওয়ার বিষয়টি জমিদাতা দাবি করছেন এভাবে চাকরি দেওয়া যায় না বিষয়টি জমিদাতা কে বুঝিয়ে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভবনটি না ছাড়লে আগামী দিনে জমিদাতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।এদিকে এই নিয়ে সরব হয়েছে বিজেপি।