Dengue: বর্ষা ফিরতেই ডেঞ্জারাস ডেঙ্গি, মালদহ-মুর্শিদাবাদ-দুর্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা
Dengue: মালদহের ডেঙ্গি পরিস্থিতি নিয়েও চিন্তিত প্রশাসন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই মালদহ শহরে নতুন করে ২০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। জেলায় গত সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৭১ জন।
মালদহ-দুর্গাপুর-মুর্শিদাবাদ: বর্ষা ঢুকতেই শুরু ডেঙ্গির চোখরাঙানি। তথ্য বলছে, ৩ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ২ হাজার ৯৫ জন। মালদহ থেকে মুর্শিদাবাদ, দুর্গাপুর, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বাড়ছে উদ্বেগ। ডেঙ্গি রুখতে সবস্তরে পদক্ষেপ, দাবি স্বাস্থ্য দফতরের। এদিকে মুর্শিদাবাদ মেডিকেল বেড়েই চলেছে ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রন্ত রোগীর সংখ্যা। সরকারি পরিসংখ্যা বলছে, এখনও পর্যন্ত এই জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫৩।
অন্যদিকে মালদহের ডেঙ্গি পরিস্থিতি নিয়েও চিন্তিত প্রশাসন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই মালদহ শহরে নতুন করে ২০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। জেলায় গত সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৭১ জন। ডেঙ্গি রুখতে স্বাস্থ্য দফতরের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে জেলা প্রশাসন। এদিকে ডেঙ্গির বাড়বাড়ন্ত বাড়ায় উদ্বেগ বাড়ছে নাগরিক মহলে। শহরেরই এক বাসিন্দা বলছেন, “স্বাস্থ্য বিভাগ যে কোনও কাজ করছে আমরা ঠিক বুঝতে পারছি না। প্রত্যেক বছর বলছে আপনাদের সতর্ক হতে হবে। অথচ রাস্তাঘাটে জল জমে থাকছে। পরিষ্কার করা হচ্ছে না। নিকাশি ব্যবস্থা খুব খারাপ।”
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলছেন, “জেলায় গত সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৭১ জন। এই সপ্তাহে আরও ১৫ থেকে ২০ জন পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন। তবে ভর্তির সংখ্যা কিন্তু বাড়েনি। আজ পর্যন্ত জানুয়ারি পর্যন্ত ভর্তি হয়েছেন ৮ জন। সিরিয়াস ডেঙ্গি রোগী কিন্তু কম।” অন্যদিকে ডেঙ্গি আতঙ্ক ফিরেছে দুর্গাপুরেও। সেখান থেকেও একজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দুর্গাপুর নগর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের আমরাইয়ের গাজিপাড়ার বাসিন্দা শেখ ইয়াহুদ শাহের (৩০) শরীরে মিলেছে ডেঙ্গির জীবানু। উদ্বেগ বেড়েছে এলাকায়।