Habibpur: ‘রাস্তা দেয়নি, সেতু দেয়নি, ভোটও পাবে না’, ভোট দিতে গেলই না গ্রামের কেউ

Maldah: এ ঘটনার খবর পেয়ে ১২২ নম্বর বুথে নির্বাচন কমিশনের তরফে আসেন সদর এস ডিও-সহ হবিবপুর ব্লকের বিডিও। ভোটদানের জন্য আবেদনও করেন তাঁরা। তবে ভোটাররা নিজেদের দাবিতে অনড়। আগে রাস্তা, ব্রিজ চাই। তারপর ভোট দেবেন।

Habibpur: 'রাস্তা দেয়নি, সেতু দেয়নি, ভোটও পাবে না', ভোট দিতে গেলই না গ্রামের কেউ
অবস্থানে ভোটাররা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2024 | 2:46 PM

মালদহ: রাস্তা নেই, ব্রিজ নেই! আগে সেসব করে দিক, তারপর ভোট। এমনই স্লোগান উঠল মালদহ উত্তরের হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রামপঞ্চায়েত এলাকায়। মঙ্গলপুরা গ্রামপঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়-এ ১২২ নম্বর বুথ। এখানে প্রায় সাড়ে ১৩০০ ভোটার। সকাল ৭টা থেকে এখনও এই ভোটকেন্দ্রে ভোট পড়েছে শূন্য।

এ ঘটনার খবর পেয়ে ১২২ নম্বর বুথে নির্বাচন কমিশনের তরফে আসেন সদর এস ডিও-সহ হবিবপুর ব্লকের বিডিও। ভোটদানের জন্য আবেদনও করেন তাঁরা। তবে ভোটাররা নিজেদের দাবিতে অনড়। আগে রাস্তা, ব্রিজ চাই। তারপর ভোট দেবেন।

এই খবরটিও পড়ুন

ভোট ঘোষণার বহু আগে থেকেই দেখা গিয়েছে, জায়গায় জায়গায় পথের দাবি কিংবা জলের দাবি, সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামের মানুষ। পরে অনেক ক্ষেত্রেই বুঝিয়ে ভোট দেওয়ানোর ব্যবস্থা করে প্রশাসন। তবে মঙ্গলপুরার ১২২ নম্বর বুথের বাসিন্দাদের সাফ দাবি, দিনের পর দিন ভোটের প্রচারে এসে নেতারা আশ্বাস দেন, সব পাবে। অথচ ভোট মিটলে কারও দেখাটুকু মেলে না। কথা শোনার কেউ থাকে না আর। তাই মঙ্গলবার গ্রামের মহিলা, পুরুষ নির্বিশেষে গ্রামের পথে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্পষ্ট জানিয়ে দেন, ভোট দেবেন না। এদিকে প্রিসাইডিং অফিসার থেকে বুথের এজেন্ট, সকলে হাজির। সমস্ত ব্যবস্থা থাকলেও দুপুর অবধি কোনও ভোটার যাননি।