Malda Crime: কাকিমার সঙ্গে গল্প করতে ঘুরে ঢুকত, তা বলে এমন কাণ্ড ! বদলার ভয়ঙ্কর পরিণতিতে তটস্থ পড়শিরা
Maldah Crime: ১৮ বছর আগে পাশের গ্রামের মেয়ে সাগরিকা সাহাকে বিয়ে করেছিলেন কৃষ্ণপদ। স্ত্রীর ইচ্ছামতো তাঁকে সবই দিয়েছিলেন তিনি।
মালদা: বউ আর কোনওভাবেই সামলে রাখতে পারেননি। বউকে নিয়ে সেই পালিয়েই গিয়েছিল পাড়ার ছেলে। প্রতিশোধ নিতে ২ মাস পর রাস্তায় একা পেয়ে সেই যুবকের বুকেই চাকু বসিয়ে দিলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ব্রিজের কাছে। চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের মৃত্যু হয় সকালে। অভিযুক্ত ব্যক্তি কৃষ্ণপদ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ।
১৮ বছর আগে পাশের গ্রামের মেয়ে সাগরিকা সাহাকে বিয়ে করেছিলেন কৃষ্ণপদ। স্ত্রীর ইচ্ছামতো তাঁকে সবই দিয়েছিলেন তিনি। তাঁদের ২ সন্তানও রয়েছে। বেশ ভালোই চলছিল সংসার। কিন্তু গোলমাল শুরু হয় তখনই, যখন বাড়ির দু’পা দূরেই গোবিন্দ প্রামাণিকের সঙ্গে বন্ধুত্ব হয় স্ত্রী। তা নিয়েই সমস্যা শুরু হয় পরিবারে।
এরপর থেকে বিভিন্ন ইস্যুতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই থাকে। দু’মাস আগে সেই গোবিন্দের হাত ধরেই ঘর ছেড়েছেন স্ত্রী। মনে ক্ষোভ ছিল কৃষ্ণপদর। মঙ্গলবার গোবিন্দকে একা পেয়ে যান কৃষ্ণপদ। গোবিন্দ সাইকেল নিয়ে দোকানে যাচ্ছিলেন। অভিযোগ, পথেই তাঁর ওপর চাকু নিয়ে হামলা চালান কৃষ্ণপদ।
চাকু একেবারে বসিয়ে দেন গোবিন্দের বুকে। রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন গোবিন্দ। চিৎকার শুনে ততক্ষণে এলাকায় জড়ো হয়ে যান স্থানীয়রা। গোবিন্দকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে মৃত্যু হয় গোবিন্দের। দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন কৃষ্ণপদ। পারেননি। গ্রামবাসীরাই তাঁকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্ত কৃষ্ণপদ সাহাকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ।
এক প্রতিবেশী বলেন, “কৃষ্ণপদ যা করেছে সেটা কাম্য নয়। তবে গোবিন্দও ঠিক কাজ করেনি। এভাবে পাশাপাশি বাড়ি। কেউ এরকম করে!”