Maldah News: বুঝিয়েও অন্য মেয়ের প্রতি স্বামীর আসক্তি কমাতে পারেননি, শ্বশুরবাড়িতে ‘অভিনব’ প্রতিবাদ স্ত্রীর

Maldah News: শ্বশুরবাড়ির উঠানে ধর্নায় বসে রয়েছেন দুই সন্তানের মা বিজলি।

Maldah News: বুঝিয়েও অন্য মেয়ের প্রতি স্বামীর আসক্তি কমাতে পারেননি, শ্বশুরবাড়িতে 'অভিনব' প্রতিবাদ স্ত্রীর
শ্বশুরবাড়ির উঠোনে ধর্না স্ত্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Mar 24, 2022 | 5:31 AM

মালদা: বারবার বুঝিয়েও কাজ হয়নি। যতবার বুঝিয়েছেন, ততবার নিগৃহীত হতে হয়েছে তাঁকে। কখনও শাশুড়ি মেরেছেন, কখনও স্বামী। অন্য মেয়ের সঙ্গে স্বামীর সম্পর্কের প্রতিবাদ করাতেই কপালে জুটেছে লাঞ্ছনা। শেষমেশ ঘর থেকে বার করে দেওয়া হয়েছে তাঁকে। তাই দুই সন্তানকে নিয়ে অভিনব প্রতিবাদে সামিল বছর ছাব্বিশের গৃহবধূ বিজলি খাতুন। দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ির উঠোনেই অনশন আন্দোলনে বসলেন তিনি। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

বেশ কয়েক বছর আগে সাহাবাজ আলির সঙ্গে বিয়ে হয় বিজলির। মেয়ের পরিবারের দাবি, বিয়ের সময় সব রকম দাবিদাওয়া মেটানো হয়েছিল। এরপর ভালোই চলছিল সংসার। কিন্তু তারপর বিজলির ওপর মাঝেমধ্যে অত্যাচার শুরু হয়। সেটা নানা কারণেই। প্রথম সন্তানের জন্মের পর অত্যাচার আরও বাড়ে। কয়েক বছর আগে আরও এক সন্তানের জন্ম দেন। কিন্তু সব মেনেই সংসার করছিলেন বিজলি। অভিযোগ, ইদানীং অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁর স্বামী। তারপর থেকে বিজলি নিয়ে আর সংসার করতে চাইতেন না সাহাবাজ।

বিজলি কিছুদিনের জন্য বাপের বাড়িতে এসেছিলেন। তারইমধ্যে শাশুড়ি ছেলের অন্যত্র বিয়ে ঠিক করেন। প্রতিবাদ করেও লাভ হয়নি। মঙ্গলবার এই নিয়ে গ্রামে সালিশি সভা বসার কথা ছিল। কিন্তু তার আগেই ঘরের দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যান সাহাবাজ ও তাঁর মা। রবিবার সন্ধ্যা থেকেই শ্বশুরবাড়ির উঠোনে বসে রয়েছেন বিজলি। সঙ্গে তাঁর দুই সন্তান। স্বামীকে ফিরে পাওয়ার দাবিতে কার্যত অনশন আন্দোলন চালাচ্ছেন তিনি।

বিজলির বক্তব্য, “সংসারটা আমার। আমিই সংসার করব। ওরা আমাকে মারধর করত, মেনে নিতাম। এখনও অন্য জায়গায় বিয়ে কীভাবে করছে?”  পঞ্চায়েতের সদস্য বলছেন, “আমি প্রধান, উপপ্রধান সবাই বসে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু ছেলেটা তো মাকে নিয়ে পালিয়ে গিয়েছে। মেয়েটার ওপর অত্যাচার চালাচ্ছে। চণ্ডিপুরে একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সাহাবাজ। তাই স্ত্রীকে ছেড়ে দিতে চায়।”

আরও পড়ুন: ফের শহরে বিধ্বংসী আগুন, নিউ আলিপুরে রঙের কারখানা ভস্মীভূত

আরও পড়ুন: মার্চেও দিঘায় উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, লুটেপুটে নিচ্ছেন খাদ্য রসিকরাও