Malda Murder: বুক থেকে শুরু করে পায়ের গোড়ালি, কুপিয়ে-কুপিয়ে খুনের অভিযোগ কংগ্রেস কর্মীকে

Post Poll Violence: মৃতের নাম আকমাল শেখ। অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ নাসির সহ বেশ কয়েকজন আকমলকে খুন করে। এ প্রসঙ্গ কংগ্রেস নেতা শেখ সইফুদ্দিনের অভিযোগ, ফলাফল ঘোষণার পর থেকেই তৃণমূল নেতা মহম্মদ নাসির সহ তাঁর দলবল কংগ্রেস কর্মীদের নানারকম ভাবে হুমকি দিতে থাকেন।

Malda Murder: বুক থেকে শুরু করে পায়ের গোড়ালি, কুপিয়ে-কুপিয়ে খুনের অভিযোগ কংগ্রেস কর্মীকে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2024 | 12:05 PM

মালদহ: নির্বাচনের ফল ঘোষণা হতেই বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। বিরোধীদের বাড়িঘর ভাঙার পাশাপাশি তাঁদের হেনস্থার খবর প্রকাশ্যে আসছিল। এবার মালদহ থেকে খুনের অভিযোগ উঠল। এক কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহ মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেশারতটোলা এলাকার ঘটনা।

মৃতের নাম আকমাল শেখ। অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ নাসির সহ বেশ কয়েকজন আকমলকে খুন করে। এ প্রসঙ্গ কংগ্রেস নেতা শেখ সইফুদ্দিনের অভিযোগ, ফলাফল ঘোষণার পর থেকেই তৃণমূল নেতা মহম্মদ নাসির সহ তাঁর দলবল কংগ্রেস কর্মীদের নানারকম ভাবে হুমকি দিতে থাকেন।

তিনি বলেন, “শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ধরমপুর বাজার থেকে ফিরছিলেন। সেই সময় আমাদের কংগ্রেস কর্মী আকমাল শেখকে একা পেয়ে ধারাল অস্ত্র দিয়ে দুই পায়ের গোড়ালি সহ পায়ের বিভিন্ন অংশে নৃশংস ভাবে কোপ মারে।” আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই গভীর রাতে মৃত্যু হয় তাঁর। যদিও এই ঘটনাকে তৃণমূল পারিবারিক অশান্তি বলে দাবি করেছে। মালদহের তৃণমূল মুখপাত্র আশীষ কুণ্ডু বলেন, “এটা দলীয় কোন্দল নয়। এটা ওদের পারিবারিক সংঘর্ষ। এটা ৩৫ বছর ধরে চলছে। আর অপরাধী কোনও দলের হয় না। পুলিশ তদন্ত করছে।”