Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda TMC: কৃষককে ঘাড় ধাক্কা তৃণমূল নেতার, পরে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল কর্মীরাই

Malda: মঙ্গলবার মালদার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের অঙ্গারমনি গ্রামের রেজাউল করিম নামে এক কৃষক গতকাল পঞ্চায়েতে যান। সেখানে রেজাউলের সঙ্গে ছিলেন আরও কয়েকজন এলাকার কৃষক।

Malda TMC: কৃষককে ঘাড় ধাক্কা তৃণমূল নেতার, পরে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল কর্মীরাই
মালদা গ্রাম পঞ্চায়েত (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 6:37 PM

মালদা: মালদার পঞ্চায়েত অফিসে ঝুলল তালা! কেন তালা লাগানো হলো সেখানে? জানা গেছে, এক তৃণমূল নেতা স্থানীয় কৃষককে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন পঞ্চায়েত অফিস থেকে। শুধু তাই নয় নিজের দলের নেতা নেত্রীকেও করেছেন কটূক্তি। যার কারণে বিক্ষোভ শুরু হয়েছে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেয় এলাকার তৃণমূল কর্মীরা।

সূত্রের খবর মঙ্গলবার মালদার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের অঙ্গারমনি গ্রামের রেজাউল করিম নামে এক কৃষক গতকাল পঞ্চায়েতে যান। সেখানে রেজাউলের সঙ্গে ছিলেন আরও কয়েকজন এলাকার কৃষক। তারা পঞ্চায়েতে কলা চাষের ব্যাপারে জানতে গিয়ে ছিলেন বলেই খবর। ওই এলাকারই সদস্য তাজামুল হক সেই কৃষককে গলাধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বের করে দেয় এমনটাই অভিযোগ উঠছে। তার সঙ্গে-সঙ্গে জেলা সভাপতি আবদুর রহিম এবং হরিশ্চন্দ্রপুর এর বিধায়ক নাজমুল হোসেনের নামে গালাগালি করে।

ঘটনার বিষয়ে এক পঞ্চায়েত কর্মী বলেন, “আসলে কয়েকজন ব্যক্তি গতকাল কিছু দাবি-দাওয়া নিয়ে আসে। সেই সময় ওই ওয়ার্ডের মেম্বার তাজামুল হক কলার ধরে ধাক্কাধাক্কি করেন। কটূক্তি করতে থাকেন। এখানেই শেষ নয় পঞ্চায়েত সভাপতি থেকে শুরু করে হরিশচন্দ্র পুরের বিধায়ককেও গালিগালাজ করেন তিনি। এরপরই রেগে যায় এলাকাবাসী। তারা গিয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়ে আসে।”

এরই প্রতিবাদে বুধবার এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা সকাল থেকে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়ে দেয়। দীর্ঘক্ষণ পথ অবরোধ করে। বিক্ষোভ দেখাতে থাকেন পঞ্চায়েতের সদস্যদের বিরুদ্ধে। গোটা ঘটনায় এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা