Maldah Body: ক্ষেতের পাশে উদ্ধার ছাত্রীর অবিন্যস্ত দেহ, কালিয়াগঞ্জের ছায়া কালিয়াচকে?

Maldah Body: পুলিশের গিয়ে ছাত্রীটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যেভাবে ছাত্রীটির দেহ উদ্ধার হয়েছে, তাতে মনে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ছাত্রীর পরিবারের খোঁজ করছে পুলিশ।

Maldah Body: ক্ষেতের পাশে উদ্ধার ছাত্রীর অবিন্যস্ত দেহ, কালিয়াগঞ্জের ছায়া কালিয়াচকে?
কালিয়াচকে ছাত্রীর দেহ উদ্ধার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 25, 2023 | 10:42 AM

মালদহ: কালিয়াগঞ্জের রেশ এখনও কাটেনি। দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে তপ্ত হয়ে রয়েছে কালিয়াগঞ্জ। জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের মধ্যে তরজাও অব্যহত। এরইমধ্যে কালিয়াচকে এক স্কুলছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এক্ষেত্রেও ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে। কালিয়াচকে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার পাশে গ্রামের এক জমির পাশে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তবে ওই ছাত্রীর পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে বছর বারো-তেরোর এক ছাত্রীকে মাঠের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মূলত যাঁরা সকালে মাঠে কাজে গিয়েছিলেন, তাঁরাই বিষয়টি দেখতে পান। তারপর খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান। ছাত্রীর পরনে কুর্তি, প্যান্ট ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা ওই কিশোরীকে এলাকায় আগে দেখেননি। সেক্ষেত্রে ওই কিশোরী এলাকার বাসিন্দা নয় বলেই মনে করা হচ্ছে।

পুলিশের গিয়ে ছাত্রীটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যেভাবে ছাত্রীটির দেহ উদ্ধার হয়েছে, তাতে মনে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ছাত্রীর পরিবারের খোঁজ করছে পুলিশ। আশপাশের থানাতেও ছাত্রীর ছবি পাঠানো হয়েছে। পাশের গ্রামের কোনও কিশোরী নিখোঁজ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো তপ্ত রয়েছে বাংলা। বিষয়টি নিয়ে ‘দ্বন্দ্ব’ শুরু হয়েছে রাজ্য ও জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মধ্যেও। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের বক্তব্য, ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও রাজ্য প্রশাসনের বক্তব্য, ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তা নিয়েই বিবাদ চরমে।