Malda Crime: কার ভাগে কত আম, বচসার সময় মায়ের কান কাটল ছেলে
Malda: আহত বৃদ্ধার নাম কুন্তি মাহাত। তাঁর এক মেয়ে ও দুই ছেলে। সকলেই বিবাহিত। স্বামী অর্জুন মাহাত বয়সের ভারে আর উপার্জন করতে পারেন না।
মালদা: আম গাছের ভাগ চাই। সেই কারণে মায়ের সঙ্গে ছেলের গন্ডগোল। বচসার সময় বৃদ্ধা মায়ের কান কেটে নেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। ব্যাপক চাঞ্চল্য মালদার সাহাপুর অঞ্চলের মোড় গ্রাম এলাকায়।
আহত বৃদ্ধার নাম কুন্তি মাহাত। তাঁর এক মেয়ে ও দুই ছেলে। সকলেই বিবাহিত। স্বামী অর্জুন মাহাত বয়সের ভারে আর উপার্জন করতে পারেন না। রয়েছে কিছু সম্পত্তি এবং আম গাছ। সেই গাছে যা আম হয় তা দিয়েই উপার্জন করে চলে বৃদ্ধ-বৃদ্ধার সংসার। ১০ থেকে ১২ কেজি আম ভাগে পড়ে সন্তানদের। সেই আমের ভাগ নিয়ে ঝামেলা বলে জানা গিয়েছে।
অভিযোগ, ছেলে ঝন্টু মাহাতর সঙ্গে বিবাদ শুরু হয় বৃদ্ধার মায়ের। তখনই ধারাল ছুরি নিয়ে বৃদ্ধার কান কেটে দেয়। সঙ্গে-সঙ্গে বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান স্থানীয় বাসিন্দার। মালদা থানায় নিজের ছেলের নামেই অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা। পুলিশ গ্রেফতার করেছে ছেলে ঝন্টু মাহাতকে।