Malda: থানায় নিখোঁজ ডায়েরি, ২ দিন পর কৃষকের পচাগলা দেহ উদ্ধার গঙ্গার পাড়ে
Malda: পরিবারের সদস্যরা জানাচ্ছেন গত সোমবার নদীর চড়ে গিয়েছিলেন সেলিম। তারপর আর ফেরেননি বাড়ি। দিন গড়িয়ে রাতেও বাড়ি না ফেরায় চিন্তা বাড়তে থাকে পরিবারের সদস্যদের। এলাকায় শুরু হয় খোঁজ। খোঁজ শুরু হয় আত্মীয়দের বাড়িতেও।
মালদহ: ২ দিন ধরে মেলেনি খোঁজ। শেষে সেই কৃষকেরই পচাগলা দেহ উদ্ধার হল গঙ্গার চড় থেকে। ঘটনায় শোরগোল বৈষ্ণবনগর বিধানসভার চরি অনন্তপুরে। কী করে ওই কৃষকের মৃত্যু হল তা নিয়ে বেড়েছে ধোঁয়াশা। কেউ বা কারা তাঁকে খুন করে ওই জায়গায় ফেলে গিয়েছে কিনা তা নিয়েও বাড়ছে চাপানউতরোর। মৃত কৃষকের নাম সেলিম শেখ (৫৩)। বাড়ি অনন্তপুরের রামাশংকর টোলায়।
পরিবারের সদস্যরা জানাচ্ছেন গত সোমবার নদীর চড়ে গিয়েছিলেন সেলিম। তারপর আর ফেরেননি বাড়ি। দিন গড়িয়ে রাতেও বাড়ি না ফেরায় চিন্তা বাড়তে থাকে পরিবারের সদস্যদের। এলাকায় শুরু হয় খোঁজ। খোঁজ শুরু হয় আত্মীয়দের বাড়িতেও। কিন্তু কোথাও দেখা মেলেনি সেলিমের। শেষে কালিয়াচক থানায় মিসিং ডায়রি করে তাঁর পরিবারের লোকজন। খোঁজখবর শুরু করে পুলিশও। কিন্তু, ঘটনার পর থেকে ২ দিন কেটে গেলেও কেউই খোঁজ দিতে পারছিল না ওই কৃষকের। তাতেই আরও বাড়ছিল চিন্তা।
শেষে বাবুপুরে গঙ্গার চড়ে একটি মৃতদেহ দেখতে পান এলাকার লোকজন। পুলিশের পাশাপাশি খবর যায় সেলিমের পরিবারেও। তাঁরা গিয়ে দেহটি সনাক্ত করেন। কিন্তু, কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধন্দে সকলেই। শোকের ছায়া পরিবারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াচক থানার পুলিশ। তাঁরাই দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকেও।