Obscene Dance: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তৃণমূল নেতার উদ্যোগে চটুল নাচের আসর! ভিডিয়ো ভাইরাল
Maldah TMC Leader: ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চে নাচছেন স্বল্পবসনা নর্তকী। আর তাঁরই সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল নেতা।
চটুল নাচের আসর বসানোয় অভিযুক্ত তৃণমূল নেতার নাম আনোয়ারুল হক। তিনি মালদহ শোভানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি। স্বাধীনতা দিবস উপলক্ষে এই অশ্লীল নাচ-গানের আসর বসানো হয়েছিল তাঁর উদ্যোগেই। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চে নাচছেন স্বল্পবসনা নর্তকী। আর তাঁরই সঙ্গে কোমর দোলাচ্ছেন আনোয়ারুল হক। আর তৃণমূলের কর্মী সমর্থকরা নর্তকীর উপর ছড়িয়ে দিচ্ছেন হাজার হাজার টাকা। মঞ্চের নীচে বসে থাকা তৃণমূল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই উপভোগ করছেন এই চটুল অশালীন দৃশ্য।
এই ভিডিও সম্প্রতি গণমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন মালদহ জেলার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। স্বাধীনতা দিবস উপলক্ষে এমন অশালীন ঘটনার তীব্র নিন্দা করে তিনি জানিয়েছেন, এই বিষয়টি জেলা সভাপতিকে জানাবেন তিনি। এদিকে ঘটনার কথা জানাজানি হতেই ফোন সুইচড অফ করে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির মালদহ জেলার সভাপতি অম্লান ভাদুড়ি। তিনি বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সংস্কৃতি বাঁচাতে হবে। আর তাঁরই দলের লোকেরা চটুল নাচের আসর বসাচ্ছে। এটা তাঁদের কালচার হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতিতে জর্জরিত তৃণমূল নেতারা বুঝে উঠতে পারছে না অসাধু উপায়ে কামানোর টাকা কী ভাবে খরচ করবে। তাই চটুল নাচের আসর বসিয়ে এভাবেই টাকা খরচ করছেন তাঁরা।“