Malda Accident: ৪ কৃষকের মৃত্যু, ভয়াবহ পথদুর্ঘটনা মালদহে

Malda: কিষানমাণ্ডি যাওয়ার পথে লরি ধাক্কা মারে তাঁদের। টোটোয় চেপে গাজোলের আহোরা গৌরাঙ্গপুর থেকে গাজোলের কিষাণমাণ্ডিতে যাচ্ছিলেন ওই কৃষকরা। সঙ্গে ছিল ঢ্যাঁড়স। লরির ধাক্কায় উল্টে যায় সেই টোটো।

Malda Accident: ৪ কৃষকের মৃত্যু, ভয়াবহ পথদুর্ঘটনা মালদহে
দুর্ঘটনায় দুমড়ে গিয়েছে টোটো। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 9:40 AM

মালদহ: ভয়াবহ পথদুর্ঘটনা মালদহে। সূত্রের খবর, মৃত্যু হয়েছে চারজনের। একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, চারজনই কৃষক। কিষানমাণ্ডি যাওয়ার পথে লরি ধাক্কা মারে তাঁদের। টোটোয় চেপে গাজোলের আহোরা গৌরাঙ্গপুর থেকে গাজোলের কিষাণমাণ্ডিতে যাচ্ছিলেন ওই কৃষকরা। সঙ্গে ছিল ঢ্যাঁড়স। লরির ধাক্কায় উল্টে যায় সেই টোটো। রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চতুর্থজনকে গাজোল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান তিনি। আরও একজন কৃষক গুরুতর আহত।

ভোর তখন সাড়ে ৫টা। সবেমাত্র দিনের আলো ফুটতে শুরু করেছে। দলে দলে কৃষক কাঁচামাল নিয়ে কিষামাণ্ডির পথে যাচ্ছিলেন। যেহেতু সঙ্গে সবজি থাকে, তাই অধিকাংশই টোটো কিংবা ভ্যানে কিষাণমাণ্ডি যান। প্রত্যক্ষদর্শীরা জানান, যে টোটো দুর্ঘটনার কবলে পড়ে তাতে ৪-৫ জন ছিলেন।

স্থানীয় শ্যামনগরের কাছে একটি লরি সজোরে এসে ধাক্কা মারে একটি টোটোকে। সকলেই আহোরা এলাকার বাসিন্দা। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ নগর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ভোরের দিকে লরির গতি অনেকটাই বেশি ছিল। সে কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারে।