Maldah: অভিমান হয়েছে বাংলার সংখ্যালঘুদের একাংশের, মেনে নিলেন তৃণমূল নেতা
Maldah: কাজেই মালদহে কংগ্রেস আর সিপিআইএম-এর জোটেই ভরসা পাচ্ছেন তাঁরা। অন্যদিকে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির কথায় এটা ঠিক যে সংখ্যালঘুরা কিছুটা হলেও অসন্তুষ্ট। ক্ষুব্ধ।
মালদহ: সংখ্যালঘুদের একাংশ যে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ, তা স্বীকার করলেন তৃণমূল নেতা। তৃণমূলের বর্ষীয়ান নেতা, হিন্দি ভাষী তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি বলেন, “আসলে মালদা বলে নয়, সারা বাংলায় একটা রব উঠেছে, সংখ্যালঘুরা নাকি তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু বাস্তবে তা নয়। সংখ্যালঘুদের কিছু মান অভিমান নিশ্চয় রয়েছে। তবে আমাদের রাজ্যের নেতৃত্ব কিন্তু বলছে, মানুষ যে তৃণমূলকে চায়, সেই তৃণমূল তৈরি হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, যারা তৃণমূলকে নিয়ে ব্যবসা করেন, তাঁদেরকে মানুষ প্রত্যাখ্যান করছেন।”
মালদহে নিয়মিত ভাবেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান হচ্ছে। সঙ্গে দোসর বামেরাও। এতদিন জোট নিয়ে প্রাথমিক কাজ শুরু হয়েই গিয়েছিল। ইতিমধ্যেই মালদহে যে পরিস্থিতি, তাতে স্বভাবতই প্রশ্ন উঠছে সংখ্যালঘুরা কি শাসকদল থেকে মুখ ফেরাচ্ছে? সেই প্রশ্নকেই কার্যত সিলমোহর দিলেন তৃণমূল নেতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল তাতে ইন্ধন জুগিয়েছে অনেকটাই। মালদহে একসময় সংখ্যালঘুদের বড় অংশই ছিল কংগ্রেসের দখলে ছিল। কিছু অংশ বামেদের দিকে। কিন্তু গত নির্বাচনে এই দুই দলের সংখ্যালঘু ভোটই চলে যায় তৃণমূলের পক্ষে। তবে, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, গত কয়েক মাসে সেই চিত্র বদলাতে শুরু করেছে। ক্রমশ তৃণমূলের ছায়া ছেড়ে কংগ্রেস আর বামেদের দিকে ঝুঁকছেন তাঁরা।
জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসাধন রায়ের দাবি, “সংখ্যালঘুরা বরাবর কংগ্রেসের দিকেই ছিল মালদহে। এবার তাঁরা আবার ফিরছেন। চরম দুর্নীতি থেকে বীতশ্রদ্ধ হয়ে মানুষ মুখ ফেরাচ্ছেন।”
পাশাপাশি বামেদের দিকেও হাওয়া ঘুরছে। ফলে জোট হওয়ায় খুব ভাল ফল হবে বলেই আশাবাদী তাঁরা। অন্যদিকে সিপিএম জেলা সম্পাদক অম্বর মিত্রের দাবি, এতদিন তৃণমূল এনআরসির ভয় দেখিয়ে এসেছে। এবার সংখ্যালঘুরা বুঝে গিয়েছে, তাঁদের মিথ্যে ভয় দেখানো হয়েছে। তাঁরা তাঁদের ভুল বুঝিয়েছে।
কাজেই মালদহে কংগ্রেস আর সিপিআইএম-এর জোটেই ভরসা পাচ্ছেন তাঁরা। অন্যদিকে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির কথায় এটা ঠিক যে সংখ্যালঘুরা কিছুটা হলেও অসন্তুষ্ট। ক্ষুব্ধ। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নব জোয়ার যাত্রার মধ্যে দিয়ে মাঠে নেমেছে তাতে সংখ্যা লঘুরা তৃণমূলেই থাকবে। ‘তৃণমূলের নবজোয়ারের’ ওপর আস্থা রেখেছেন তিনি।