TMC leader: রাহুলের ন্যায় যাত্রা নিয়ে হুমকি মালদার তৃণমূল নেতার
আগামী ৩১ জানুয়ারি বিহারের কাটিহার হয়ে বাংলা বিহার সীমানা মাহারাপাড়া গ্রামে দলীয় পতাকা হস্তান্তরিত করে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকায় ঢুকবেন রাহুল গান্ধী। পরে ভালুকাতে সভা। ভালুকা, রতুয়া হয়ে যাবেন দক্ষিণ মালদার সুজাপুরে। সেখানে সভা করে ১ ফেব্রুয়ারী বেরোবেন মুর্শিদাবাদ।
মালদা: এ বার বিরোধীদের নখ উপরে, দাঁত ভেঙে দেওয়ার হুমকি জেলা তৃণমূল সভাপতির। পাশাপাশি রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়েও হুমকি দিয়ে বিতর্ক বাঁধালেন মালদার তৃণমূল নেতা। এক ডিগ্রি উপরে উঠে তৃণমূল মুখপাত্রের দাবি বছরের ৩৬৫ দিনই বিদেশে থাকেন রাহুল গান্ধী। মাঝে মাঝে আসেন দেশের মানচিত্রে নাম তুলতে। এই ন্য্যয় যাত্রা করে কোনও লাভ নেই। মালদায় রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। একের পর এক কর্মসূচি সেই এলাকায় নিচ্ছে তৃণমূল। আক্রমণ চলছে বিজেপি, কংগ্রেস সহ বিরোধীদের বিরুদ্ধে।
আগামী ৩১ জানুয়ারি বিহারের কাটিহার হয়ে বাংলা বিহার সীমানা মাহারাপাড়া গ্রামে দলীয় পতাকা হস্তান্তরিত করে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকায় ঢুকবেন রাহুল গান্ধী। পরে ভালুকাতে সভা। ভালুকা, রতুয়া হয়ে যাবেন দক্ষিণ মালদার সুজাপুরে। সেখানে সভা করে ১ ফেব্রুয়ারী বেরোবেন মুর্শিদাবাদ। এদিকে একই দিনে ৩১ জানুয়ারি মালদা শহরে ডিএসএ ময়দানে সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুই দলই এখন জোটের ভাবনা ছেড়ে পাঞ্জা লড়তে ব্যস্ত।
এ নিয়ে কংগ্রেস নেতা আব্দুল সোভান বলেছেন, ”এটাই তৃণমূলের চরিত্র। বাম থেকে তৃণমূলে যোগ দিয়ে ওনারও অবনমন হয়েছে। যদিও উনার কাছ থেকে এটা আশা করি না। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা মোদীও থামাতে পারেননি। মমতাও থামাতে পারবেন না।”