BJP-TMC: ‘মানুষ জুতোর মালা পরাবে’, বিজেপি সাংসদকে তোপ তৃণমূল নেতার, পাল্টা আক্রমণে খগেন

BJP-TMC: পাল্টা তোপ দেগেছেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, রাস্তাঘাট, গ্রাম কি তৃণমূল কংগ্রেসের সম্পত্তি? আমি তো সব জায়গায় যাচ্ছি। রতুয়া যাচ্ছি, চাঁচল যাচ্ছি। বিজেপি মানুষের সেবা করে। তৃণমূল কংগ্রেস হচ্ছে খাদক। এরা সবটাই খায়।

Follow Us:
| Edited By: | Updated on: Jan 27, 2024 | 4:33 PM

মালদহ: একইদিনে মমতা-রাহুল। যে পথে রাহুল গান্ধী বিহার থেকে মালদহে ঢুকছেন সেই পথেই তৃণমূলের তরফেও নেওয়া হয়েছে একের পর এক কর্মসূচি। তা রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ তো চড়ছিলই। এরইমধ্যে প্রকাশ্য সভা থেকে বিরোধীদের গ্রামে ঢুকতে না দেওয়ার, সমাজচ্যুত করার, হাত-পা ভেঙে দেওয়ার হুমকি তৃণমূলের জেলা সভাপতির। উত্তর মালদহের ভালুকায় মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির বক্তব্যে উঠেছে বিতর্কের ঝড়। 

বিজেপির বিরুদ্ধে সুর সড়িয়ে বলেন, “জেনে রাখো তৃণমূল কংগ্রেসের কর্মীরা তোমাদের ওই দাঁত-হাত-পা ভেঙে চুরমার করে দেবে। নরখাদকের প্রতিটা দাঁত ভেঙে দেব আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হবে। গোটা দেশকে পথ দেখাবে বাংলা।” এরপরই একশোদিনের টাকায় বঞ্চনার অভিযোগ তুলে বিজেপির সাংসদকে জুতোর মালা পরানোর হুমকিও দেন। বঞ্চিতরাই তাঁকে জুতোর মালা পরিয়ে দেবেন বলে তোপ দাগেন তিনি। তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। 

পাল্টা তোপ দেগেছেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, রাস্তাঘাট, গ্রাম কি তৃণমূল কংগ্রেসের সম্পত্তি? আমি তো সব জায়গায় যাচ্ছি। রতুয়া যাচ্ছি, চাঁচল যাচ্ছি। বিজেপি মানুষের সেবা করে। তৃণমূল কংগ্রেস হচ্ছে খাদক। এরা সবটাই খায়। কেন্দ্রীয় সরকার শৌচালয় তৈরির জন্য যে টাকা দিচ্ছে সেটাও এরা খায়। তৃণমূল কংগ্রেস সব খায়। এরা সর্বভুক। আসলে ওরা নিজেরা আতঙ্কে ভুগছে। মানুষ কখন তাঁদের হাত-পা ভেঙে দেয় সেই আতঙ্কে ভুগছে। মানুষ জানে এরা চোর-ডাকাত। কয়লা-পাথর সব খাচ্ছে। রাজ্যকে শেষ করে দিল। মানুষকে বিভ্রান্ত করে চলেছে।