Harischandrapur Firing: শৌচাগার নির্মাণ নিয়ে চলল গুলি, আহত বাবা-ছেলে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শৌচাগার নির্মাণ নিয়ে প্রতিবেশী হাসান আলি এবং বজলুর রহমানের সঙ্গে বিবাদে জড়ান সাইজুল এবং তাঁর ছেলে আব্দুল। এর পরই হাসান এবং বজলুরের বিরুদ্ধে গুলিচালানোর অভিযোগ উঠেছে। গুলি চালনার ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
মালদা: শৌচালয় নির্মাণ নিয়ে বিবাদ। সেই বিবাদকে কেন্দ্র করে গুলি চলল মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পশ্চিম বেলশুর গ্রামে রবিবার গুল চালনার অভিযোগ উঠেছে। প্রতিবেশীর চালানো গুলির আঘাতে আহত বাবা ও ছেলে। তাঁদের নাম সাইজুল হক (৫২) এবং আব্দুল রহিম (৩২)। গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শৌচাগার নির্মাণ নিয়ে প্রতিবেশী হাসান আলি এবং বজলুর রহমানের সঙ্গে বিবাদে জড়ান সাইজুল এবং তাঁর ছেলে আব্দুল। এর পরই হাসান এবং বজলুরের বিরুদ্ধে গুলিচালানোর অভিযোগ উঠেছে। গুলি চালনার ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। রবিবারই ঘটনাস্থলে পৌঁছে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আহতেরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুলি চালনার ঘটনা নিয়ে সাইজুলের ভাইপো সফিকুল ইসলাম বলেছেন, “আমাদের জমিতে আমরা বাথরুমে করছিলাম। বাথরুম নিয়ে আমাদের সঙ্গে ঝামেলা হয়েছিল। আমাদের বাথরুম করতে দিচ্ছিল না। রবিবার এসে ঝামেলা করে। তার পর গুলি করে দেয়। আমরা ছুটে ধরতে গিয়েছিলাম। ওরা পালিয়ে যায়।”