Malda Poster Trinamool Congress Poster: ‘৬ মাসের মধ্যে আসছে নতুন তৃণমূল’, কলকাতার পর মালদায় বিধায়কের বাড়ির উল্টোদিকে পোস্টার

Malda: এমনকী, চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষের চাঁচলের অস্থায়ী বাসভবনেও লাগানো হয়েছে এই পোস্টার। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন।

Malda Poster Trinamool Congress Poster: '৬ মাসের মধ্যে আসছে নতুন তৃণমূল', কলকাতার পর মালদায় বিধায়কের বাড়ির উল্টোদিকে পোস্টার
মালদায় পড়ল পোস্টার (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2022 | 11:54 AM

মালদা: গত কয়েকদিন আগে নতুন তৃণমূল গঠনের পোস্টার পড়েছিল দক্ষিণ কলকাতার একাধিক জায়গায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সেই পোস্টার দেখা গিয়েছিল খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টোদিকেও। এবার আর কলকাতা নয়, জেলাতেও সেই পোস্টার পড়ল। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টারে লেখা আগামী ছয় মাসের মধ্যে আসছে নতুন তৃণমূল। এমনকী, চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষের চাঁচলের অস্থায়ী বাসভবনেও লাগানো হয়েছে এই পোস্টার। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন।

সূত্রের খবর, তৃণমূলের অন্দরে কান পাতলেই এখন একটাই প্রশ্ন শোনা যাচ্ছে তবে কি নীহার রঞ্জন ঘোষ এবার নিজেকে পুরনো নেতাদের ছায়া থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক প্রমাণ করার চেষ্টা করছেন? কংগ্রেস যদিও বিষয়টিকে তৃণমূলের সর্বনাশের প্রভাত ফেরি বলে মন্তব্য করেছেন। অপরদিকে, গোষ্ঠী কোন্দলে জেরবার, দুর্নীতিগ্রস্থ দল বলে দাবি করেছে বিজেপি। বিজেপি নেতা বলেন, ‘এটা শুধু চাঁচল নয়, বিভিন্ন জেলাতেই এই পোস্টার দিচ্ছে। কারণ এই দলের নেতা-মন্ত্রীরা বেকার যুবক-যুবতীদের কাছ থেকে টাকা নিয়েছে। অথচ চাকরি দেয়নি। সেই কারণে লাগাতার পোস্টার পড়েছে।’

যদিও, স্বয়ং নীহার রঞ্জন ঘোষ জানাচ্ছেন এই বিষয়ে পুলিশকে জানিয়েছেন তিনি। কারা এই পোস্টার মেরেছে তা খতিয়ে দেখা হবে। তবে বিষয়টির পিছনে কারোর চক্রান্ত রয়েছে বলে সন্দেহ তাঁর। তিনি বলেন, ‘আমার বাড়ির ভিতরে কোনও পোস্টার নয়, পোস্টার পড়েছে গেটে। বাড়ির সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় মধ্যে পোস্টার ফেলা হয়েছে। তাই আমি পুলিশকে জানিয়েছি। কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’