Malda: ‘গরু পালিয়েছে’, ফোনে গৃহবধূকে ডেকে পাট ক্ষেতে রাতভর গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই
Malda: ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মালদহের হরিশ্চন্দ্রপুরে। স্থানীয় সূত্রে খবর, গৃহবধূর স্বামী পরিযায়ী শ্রমিক। বর্তমানে কাজের কারণে ভিন রাজ্যে রয়েছেন। বাড়িতে স্ত্রী-সহ তিন নাবালক সন্তানও রয়েছে। যদিও বেশ কিছু বছর আগে ভিন রাজ্যে বিয়ে হয়েছিল ওই গৃহবধূর।
মালদহ: ফের প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। ঘর থেকে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। পাটক্ষেতের পরিত্যক্ত ঘরে আটকে রাখা হয়েছিল ওই গৃহবধূকে। সেখানেই সারা রাত ধরে তাঁর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। যে দুই যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর এলাকারই বাসিন্দা বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মালদহের হরিশ্চন্দ্রপুরে। স্থানীয় সূত্রে খবর, গৃহবধূর স্বামী পরিযায়ী শ্রমিক। বর্তমানে কাজের কারণে ভিন রাজ্যে রয়েছেন। বাড়িতে স্ত্রী-সহ তিন নাবালক সন্তানও রয়েছে। যদিও বেশ কিছু বছর আগে ভিন রাজ্যে বিয়ে হয়েছিল ওই গৃহবধূর। কিন্তু, বাপের বাড়ির এলাকাতেই একটি ছোট জমিতে কাঁচা ঘর বানিয়ে থাকছিলেন। এক মাস আগে তার স্বামী ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়েছেন।
যে দুই যুবক এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ তাঁরা মহিলার প্রতিবেশী বলে জানা যাচ্ছে। মহিলা যে বাড়িতে একা থাকেন সে খবর আগেই ছিল দুই যুবকের কাছে। স্থানীয় সূত্রে খবর, রাতে ওই মহিলাকে ফোন করে যুবকেরা। ফোনেই জানায় তার একটি গরু এবং একটি ছাগল বাড়ির বাইরে বেরিয়ে পড়েছে। তিনি যেন এসে নিয়ে যান। ফোন পেয়ে তড়িঘড়ি বাড়ির বাইরে বের হতেই তাঁকে জাপটে ধরে তুলে নিয়ে যায় দুই যুবক। পাশেই পাক ক্ষেতের মধ্যে থাকা একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। রাতে দফায় দফায় চলে ধর্ষণ। মধ্য রাতে বাড়ি ফিরে এসে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। ভোর রাতে বাপের বাড়ি গিয়ে সবটা খুলে বলেন।
অভিযোগ, এর মধ্যে লাগাতার হুমকিও দিতে থাকে অভিযুক্তরা। চাকু দেখিয়ে প্রাণে মেরে ফেলারও ভয় দেখানো হয়। যদিও সাহস সঞ্চয় করে এলাকারই এক মহিলাকে নিয়ে শেষ পর্যন্ত হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ জানান মহিলা। অভিযোগ পেতেই মাঠে নামে পুলিশ। গ্রামে চলে তল্লাশি। তারপরই গ্রেফতার করা হয় দুই যুবককে।