Mamata on Arijit Singh: ‘গ্রামের ছেলে অরিজিৎ, গ্রামের জন্য কিছু করতে চায়’, হাসপাতাল তৈরিতে সব রকম সাহায্যের আশ্বাস মমতার
Mamata on Arijit Singh: এদিন মালদায় প্রশাসনিক বৈঠকের মাঝেই আচমকা বাংলা তথা দেশের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় মমতাকে। টেনে আনেন জঙ্গিপুরে তাঁর হাসপাতাল তৈরির প্রসঙ্গ।
মালদা: মালদায় (Malda) রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিনই করেছেন একটি প্রশাসনিক বৈঠকে। গঙ্গা ভাঙন থেকে শুরু করে কালিয়াগঞ্জকাণ্ড, একাধিক ইস্যুতে এদিন কথা বলকে দেখা যায় তাঁকে। পাশাপাশি ৭৪ কোটি ৭২ লক্ষ টাকার ২৪ টি প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। একইসঙ্গে এই জেলাতেই ৫৩ কোটি টাকা ব্যয়ে ৫৬ টি প্রকল্পের শিলান্যাসও হয় তাঁর হাতে। প্রশাসনিক বৈঠকের মাঝেই আচমকা বাংলা তথা দেশের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় মমতাকে। টেনে আনেন জঙ্গিপুরে তাঁর হাসপাতাল তৈরির প্রসঙ্গ।
মমতা বলেন, “জঙ্গীপুরে হাসপাতাল করছে অরিজিৎ সিং। ও থাকে জিয়াগঞ্জে। কিন্তু জঙ্গীপুরে হাসপাতাল করছে। খুব ভাল উদ্যোগ। জঙ্গীপুরে একটা হাসপাতাল অবশ্য রয়েছে। তা-ও অরিজিৎ হাসপাতাল তৈরি করলে মানুষের সুবিধাই হবে।” অরিজিতের পাশে থাকার জন্য মঞ্চ থেকেই রাজ্য ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে নির্দেশও দেন মমতা। তিনি আরও বলেন, ‘‘গ্রামের ছেলে অরিজিৎ গ্রামের জন্য কিছু করতে চায়। গ্রামকে খুব ভালবাসে ও। গ্রামের জন্য একটা হাসপাতাল তৈরি করতে চায় ও। সেই কাগজপত্র জেলা প্রশাসনের কাছে দিয়ে দিয়েছি।’’ এরপরই তিনি বলেন, ‘‘আমি প্রশাসনকে বলব ওর জন্য সব রকম সহযোগিতা করতে হবে।’’
প্রসঙ্গত, অরিজিতকে সাহায্য করার জন্য জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকেও নির্দেশ দিয়েছেন মমতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অরিজিৎ জঙ্গিপুরে হাসপাতাল তৈরি করলে তো সবচেয়ে খুশি হবেন খলিলুর। তাই বলব অরিজিৎকে সাহায্য করতে।’’